ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

শীতে প্রতিদিন এক মুঠো বাদাম—শরীরের জন্য আশ্চর্য উপকার!

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

শীতে নিয়মিত বাদাম খাওয়ার উপকারিতায় যা জানার মতো

শীতের সময় তাপমাত্রা কমে গেলে আমরা এমন খাবার খুঁজে ফিরি, যা শরীরকে উষ্ণ রাখে এবং শক্তি জোগায়। এসব খাবারের মধ্যে বাদাম খুবই জনপ্রিয়। বিশেষ করে শীতের বিকেলের নাস্তায় এক মুঠো বাদাম দারুণ পুষ্টিকর এক সংযোজন।

🔸 বাদামের পুষ্টিগুণ

বাদামকে অনেকেই ‘ক্ষুদ্র পুষ্টির ভাণ্ডার’ বলে থাকেন। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, রেসভারাট্রলসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। শীতকালে শরীর গরম রাখতে এর ভূমিকা উল্লেখযোগ্য। মনোস্যাচুরেটেড ফ্যাট ও প্রোটিন দীর্ঘক্ষণ শক্তি জোগায়, আর নিয়াসিন ও ফোলেট শরীরের বিপাকক্রিয়া উন্নত করতে সাহায্য করে।

আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড রক্তপ্রবাহ বাড়িয়ে হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করে। এছাড়া বাদামের ফাইবার হজমে সহায়ক ও পেট ভরিয়ে রাখে—যা ভাজাপোড়া খাবারের তুলনায় অনেক স্বাস্থ্যকর বিকল্প।

🔸 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

শীতে শরীরের বিপাক কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হতে পারে। নিয়মিত বাদাম খাওয়ার ফলে ভিটামিন ই ও জিঙ্ক শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এতে ত্বকও সুস্থ থাকে। ধীরে হজম হওয়া প্রোটিন ও ফ্যাট দীর্ঘসময় শক্তি সরবরাহ করে।

🔸 ওজন নিয়ন্ত্রণে সহায়ক

  • বাদামের উপকারিতা, স্বাস্থ্য টিপস, Healthy food

সন্ধ্যায় বাদাম খেলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে এবং রাতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। পেট ভরিয়ে রাখার ক্ষমতার কারণে এটি ওজন নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে।

🔸 ত্বক ও চুলের উপকারিতা

শুষ্ক আবহাওয়ায় ত্বক দ্রুত রুক্ষ হয়। বাদামে থাকা ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাট ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে। বায়োটিন চুলের গোড়া মজবুত করে এবং ভাঙন কমায়। প্রতিদিন ২৫–৩০ গ্রাম বাদাম খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং চুল থাকে সুস্থ।

🔸 কীভাবে খাবেন

বিশেষজ্ঞদের মতে, লবণ ছাড়া বা হালকা ভাজা বাদাম খাওয়াই উত্তম। নোনতা বা অতিরিক্ত ভাজা বাদামে তেল ও সোডিয়াম বেশি থাকে, যা এড়িয়ে চলা ভালো। চাইলে বাদাম ভিজিয়ে সামান্য ভেজে খেতে পারেন—এতে পুষ্টি শোষণ আরও সহজ হয়।
গুড় মিশিয়ে তৈরি বাদামের বারও একটি শক্তিবর্ধক নাস্তা, যা আয়রন ও প্রোটিন সরবরাহ করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে

শীতে প্রতিদিন এক মুঠো বাদাম—শরীরের জন্য আশ্চর্য উপকার!

আপডেট সময় ০৬:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

শীতে নিয়মিত বাদাম খাওয়ার উপকারিতায় যা জানার মতো

শীতের সময় তাপমাত্রা কমে গেলে আমরা এমন খাবার খুঁজে ফিরি, যা শরীরকে উষ্ণ রাখে এবং শক্তি জোগায়। এসব খাবারের মধ্যে বাদাম খুবই জনপ্রিয়। বিশেষ করে শীতের বিকেলের নাস্তায় এক মুঠো বাদাম দারুণ পুষ্টিকর এক সংযোজন।

🔸 বাদামের পুষ্টিগুণ

বাদামকে অনেকেই ‘ক্ষুদ্র পুষ্টির ভাণ্ডার’ বলে থাকেন। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, রেসভারাট্রলসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। শীতকালে শরীর গরম রাখতে এর ভূমিকা উল্লেখযোগ্য। মনোস্যাচুরেটেড ফ্যাট ও প্রোটিন দীর্ঘক্ষণ শক্তি জোগায়, আর নিয়াসিন ও ফোলেট শরীরের বিপাকক্রিয়া উন্নত করতে সাহায্য করে।

আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড রক্তপ্রবাহ বাড়িয়ে হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করে। এছাড়া বাদামের ফাইবার হজমে সহায়ক ও পেট ভরিয়ে রাখে—যা ভাজাপোড়া খাবারের তুলনায় অনেক স্বাস্থ্যকর বিকল্প।

🔸 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

শীতে শরীরের বিপাক কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হতে পারে। নিয়মিত বাদাম খাওয়ার ফলে ভিটামিন ই ও জিঙ্ক শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এতে ত্বকও সুস্থ থাকে। ধীরে হজম হওয়া প্রোটিন ও ফ্যাট দীর্ঘসময় শক্তি সরবরাহ করে।

🔸 ওজন নিয়ন্ত্রণে সহায়ক

  • বাদামের উপকারিতা, স্বাস্থ্য টিপস, Healthy food

সন্ধ্যায় বাদাম খেলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে এবং রাতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। পেট ভরিয়ে রাখার ক্ষমতার কারণে এটি ওজন নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে।

🔸 ত্বক ও চুলের উপকারিতা

শুষ্ক আবহাওয়ায় ত্বক দ্রুত রুক্ষ হয়। বাদামে থাকা ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাট ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে। বায়োটিন চুলের গোড়া মজবুত করে এবং ভাঙন কমায়। প্রতিদিন ২৫–৩০ গ্রাম বাদাম খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং চুল থাকে সুস্থ।

🔸 কীভাবে খাবেন

বিশেষজ্ঞদের মতে, লবণ ছাড়া বা হালকা ভাজা বাদাম খাওয়াই উত্তম। নোনতা বা অতিরিক্ত ভাজা বাদামে তেল ও সোডিয়াম বেশি থাকে, যা এড়িয়ে চলা ভালো। চাইলে বাদাম ভিজিয়ে সামান্য ভেজে খেতে পারেন—এতে পুষ্টি শোষণ আরও সহজ হয়।
গুড় মিশিয়ে তৈরি বাদামের বারও একটি শক্তিবর্ধক নাস্তা, যা আয়রন ও প্রোটিন সরবরাহ করে।