ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করল এনবিআর
অগ্রণী ব্যাংকে রাখা শেখ হাসিনার দুটি সেফটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে লকার দুটি সিলগালা করা হয়।
লকার নম্বর ৭৫১ ও ৭৫৩—দুটিই সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নামে নিবন্ধিত। এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়কর সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে এসব লকার জব্দ করা হয়েছে।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের একটি লকারও জব্দ করে সিআইসি।
এখন পর্যন্ত মোট তিনটি লকার—দুটি অগ্রণী ব্যাংকে এবং একটি পূবালী ব্যাংকে—শেখ হাসিনার নামে জব্দ করা হয়েছে।