ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্ব শেষ হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) প্রধান তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে চতুর্থ দিনের মতো জেরা করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ জেরা অনুষ্ঠিত হয়। তদন্ত কর্মকর্তা সাক্ষ্যে জানান, জুলাই মাসে বিভিন্ন জেলায় ৪৩৮টি স্থানে গণহত্যা সংঘটিত হয় এবং এ ঘটনায় শেখ হাসিনাসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ৫৪ জন সাক্ষী।
রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
এদিকে আশুলিয়া ও চানখারপুলের মামলাগুলোর কার্যক্রমও ট্রাইব্যুনালে চলমান রয়েছে।
ট্যাগস :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল সংবাদ বাংলাদেশ রাজনীতি মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনা