ব্রেকিং নিউজ :
“শেখ হাসিনা বিহীন দেশ দেখাতে নাশকতা হতে পারে”: রিজভী
সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর পেছনে নাশকতা আছে কি না, তা তদন্তের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“শেখ হাসিনা বিহীন বাংলাদেশ ভালোভাবে চলছে না—এমন দেখাতে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এসব ঘটাতে পারে।”
রিজভী বলেন, নির্বাচন গণতন্ত্রের প্রাণশক্তি, এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
তিনি নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে বলেন, অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজনের পক্ষে কমিশন ইতিবাচক ভূমিকা রাখছে।
পিআর পদ্ধতি প্রসঙ্গে রিজভীর মন্তব্য—“এটি জনগণকে বিভ্রান্ত করার কৌশল, যা কখনোই গ্রহণযোগ্য নয়।”
















