ব্রেকিং নিউজ :
“সরকার এক দলের ইচ্ছায় চলছে”—জামায়াত নেতার অভিযোগ
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে হতাশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
তিনি অভিযোগ করেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে এই সরকার ব্যর্থ হয়েছে।
সোমবার বিকেলে বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, সরকার নিরপেক্ষ নয়—বরং একটি নির্দিষ্ট দলের প্রভাবেই চলছে।
রফিকুল ইসলাম আরও বলেন, প্রশাসনে দলীয় প্রভাব এখনো বিদ্যমান।
যারা রাজনীতি করতে চান, তাদের উচিত সরকারি পদ থেকে পদত্যাগ করে রাজপথে আসা।
তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত জনগণ শান্তিপূর্ণ ভোট বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনবে।
নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে করা যাবে না।
















