ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গাজা সিটি দখলের পরিকল্পনায় ইসরায়েল, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা Logo ওষুধ শিল্প ধ্বংসের মুখে, সরকারের নীতির তীব্র সমালোচনা মির্জা ফখরুলের Logo সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব Logo অসম্পূর্ণ ঘোষণাপত্রে আপত্তি জানিয়ে অনুষ্ঠানে অনুপস্থিত থাকার ব্যাখ্যা দিলেন হাসনাত Logo বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকারের এক বছরের প্রচেষ্টা সফল: বাণিজ্য উপদেষ্টা Logo যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক কার্যকর, অনিশ্চিত রয়ে গেছে রুলস অব অরিজিন Logo সরকারের দ্বিতীয় পর্যায় শুরু, মূল লক্ষ্য অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo রামপুরায় আন্দোলনের সময় গুলি করে হত্যা: পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা Logo ইসলামাবাদে শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo নেতানিয়াহুর নতুন পরিকল্পনা: গাজা দখলে তীব্র উত্তেজনা বাড়ছে

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

নিজস্ব সংবাদ : চিন্ময় দে আনন্দ

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন নামের একজন আসামি—এমনটি জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর গাজীপুর কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্বাধীন সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে।”
র‌্যাব আরও জানায়, এক নারীর ওপর হামলার ঘটনার ভিডিও চিত্র ধারণ করছিলেন তুহিন। সেই ভিডিও ফুটেজ মুছে ফেলতে বললে তিনি পরিচয় দিয়ে তা করতে অস্বীকার করেন। এরপরই তাকে পাশের একটি মার্কেটের সামনে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। গ্রেফতারদের আজ শনিবার দুপুরে আদালতে তোলা হবে।

এর আগে পুলিশ পাঁচজনকে আটক করেছিল, যারা বর্তমানে বাসন থানায় রয়েছে।
ঘটনার পর নিহত তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করেন। তখন কিছু ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। ওই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন, যা হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
৭ বার পড়া হয়েছে

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

আপডেট সময় ১২:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন নামের একজন আসামি—এমনটি জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর গাজীপুর কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্বাধীন সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে।”
র‌্যাব আরও জানায়, এক নারীর ওপর হামলার ঘটনার ভিডিও চিত্র ধারণ করছিলেন তুহিন। সেই ভিডিও ফুটেজ মুছে ফেলতে বললে তিনি পরিচয় দিয়ে তা করতে অস্বীকার করেন। এরপরই তাকে পাশের একটি মার্কেটের সামনে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। গ্রেফতারদের আজ শনিবার দুপুরে আদালতে তোলা হবে।

এর আগে পুলিশ পাঁচজনকে আটক করেছিল, যারা বর্তমানে বাসন থানায় রয়েছে।
ঘটনার পর নিহত তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করেন। তখন কিছু ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। ওই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন, যা হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায়।