ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

নিজস্ব সংবাদ :

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন নামের একজন আসামি—এমনটি জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর গাজীপুর কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্বাধীন সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে।”
র‌্যাব আরও জানায়, এক নারীর ওপর হামলার ঘটনার ভিডিও চিত্র ধারণ করছিলেন তুহিন। সেই ভিডিও ফুটেজ মুছে ফেলতে বললে তিনি পরিচয় দিয়ে তা করতে অস্বীকার করেন। এরপরই তাকে পাশের একটি মার্কেটের সামনে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। গ্রেফতারদের আজ শনিবার দুপুরে আদালতে তোলা হবে।

এর আগে পুলিশ পাঁচজনকে আটক করেছিল, যারা বর্তমানে বাসন থানায় রয়েছে।
ঘটনার পর নিহত তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করেন। তখন কিছু ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। ওই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন, যা হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

আপডেট সময় ১২:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন নামের একজন আসামি—এমনটি জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর গাজীপুর কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্বাধীন সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে।”
র‌্যাব আরও জানায়, এক নারীর ওপর হামলার ঘটনার ভিডিও চিত্র ধারণ করছিলেন তুহিন। সেই ভিডিও ফুটেজ মুছে ফেলতে বললে তিনি পরিচয় দিয়ে তা করতে অস্বীকার করেন। এরপরই তাকে পাশের একটি মার্কেটের সামনে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। গ্রেফতারদের আজ শনিবার দুপুরে আদালতে তোলা হবে।

এর আগে পুলিশ পাঁচজনকে আটক করেছিল, যারা বর্তমানে বাসন থানায় রয়েছে।
ঘটনার পর নিহত তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করেন। তখন কিছু ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। ওই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন, যা হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায়।