ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

সাতরাস্তা মোড় থেকে সড়ক ছাড়লো শিক্ষার্থীরা; আগামীকাল দেশজুড়ে অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদ :

 

সর্বপ্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধের পর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে সড়ক মুক্ত করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে তারা অবরোধ তুলে নেয়।

এই মুক্তির পূর্বে এক ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান প্রতিনিধি মাশফিক ইসলাম দেওয়ান এ ঘোষণা দেন।

তিনি আরও বলেন, দশম শ্রেণীর বিষয়ে ষড়যন্ত্র হলে তা শিক্ষার্থীরা মেনে নেবে না। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

এই কর্মসূচি ঘোষণার পর ধীরে ধীরে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজেই ফিরে যান।

ব্রেকিং-এর শুরু হয় শিক্ষার্থীদের সকাল থেকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে নGathering হওয়া যখন। সকাল ১১টার দিকে তারা সড়ক অবরোধ করেন, যা রাজধানীর বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়, বেশ বড় অযাচিত যানজট তৈরি হয় এবং অফিসগামী মানুষ কঠোর ভোগান্তিতে পড়েন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি তুলে ধরেন, যেমন উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির মাত্রা বাড়াতে হবে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে অনুপাতিক নিয়োগ নিশ্চিত করতে হবে, ক্রাফট ইনস্ট্রাকটরদের পদোন্নতির ক্ষেত্রে ৩০% কোটা বাতিল করতে হবে, ক্রাফট ইনস্ট্রাকটরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাকটর নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন করতে হবে ইত্যাদি বিষয় দাবি করা হয়।

গত মঙ্গলবারও দেখেছেন তাঁরা সাতরাস্তা মোড়ে বিক্ষোভ করেছিলেন। প্রায় আধঘণ্টার অবস্থানের পর তারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন।

দেশের একাধিক জেলায় এই দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে – গাজীপুরে সড়ক অবরোধ ও দিনাজপুরে রেলপথসহ সড়ক বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২৪ বার পড়া হয়েছে

সাতরাস্তা মোড় থেকে সড়ক ছাড়লো শিক্ষার্থীরা; আগামীকাল দেশজুড়ে অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০২:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

 

সর্বপ্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধের পর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে সড়ক মুক্ত করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে তারা অবরোধ তুলে নেয়।

এই মুক্তির পূর্বে এক ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান প্রতিনিধি মাশফিক ইসলাম দেওয়ান এ ঘোষণা দেন।

তিনি আরও বলেন, দশম শ্রেণীর বিষয়ে ষড়যন্ত্র হলে তা শিক্ষার্থীরা মেনে নেবে না। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

এই কর্মসূচি ঘোষণার পর ধীরে ধীরে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজেই ফিরে যান।

ব্রেকিং-এর শুরু হয় শিক্ষার্থীদের সকাল থেকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে নGathering হওয়া যখন। সকাল ১১টার দিকে তারা সড়ক অবরোধ করেন, যা রাজধানীর বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়, বেশ বড় অযাচিত যানজট তৈরি হয় এবং অফিসগামী মানুষ কঠোর ভোগান্তিতে পড়েন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি তুলে ধরেন, যেমন উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির মাত্রা বাড়াতে হবে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে অনুপাতিক নিয়োগ নিশ্চিত করতে হবে, ক্রাফট ইনস্ট্রাকটরদের পদোন্নতির ক্ষেত্রে ৩০% কোটা বাতিল করতে হবে, ক্রাফট ইনস্ট্রাকটরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাকটর নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন করতে হবে ইত্যাদি বিষয় দাবি করা হয়।

গত মঙ্গলবারও দেখেছেন তাঁরা সাতরাস্তা মোড়ে বিক্ষোভ করেছিলেন। প্রায় আধঘণ্টার অবস্থানের পর তারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন।

দেশের একাধিক জেলায় এই দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে – গাজীপুরে সড়ক অবরোধ ও দিনাজপুরে রেলপথসহ সড়ক বন্ধ রয়েছে।