ব্রেকিং নিউজ :
সিরিয়া-লেবাননে বোমাবর্ষণ, থামছে না ইসরায়েল
গাজায় আগ্রাসন কিছুটা কমলেও, মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, যুদ্ধবিরতির পরও লেবানন, সিরিয়া ও পশ্চিমতীরে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রেখেছে তেলআবিব।
সিরিয়ার স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, দক্ষিণ সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনারা অনুপ্রবেশ করছে এবং সীমান্তবর্তী গ্রামগুলোয় গোলাবর্ষণ করছে। লেবাননের দক্ষিণাঞ্চলেও থেমে থেমে হামলা চালানো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দেশগুলোকে দুর্বল ও অস্থিতিশীল করে রাখতেই ইসরায়েল এই আক্রমণাত্মক নীতি বজায় রেখেছে।
















