ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত।

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের সেবা ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক এক কিশোর নিহত হয়েছেন। এ সময় মটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) বেলা ২টায় সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে একটি  ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম কবির হোসেন (১৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক ও ভোলাগঞ্জগামী অপর একটি ট্রাক সেবা ফিলিং স্টেশনের সামনে ক্রস করছিলেন। এ সময় ভোলাগঞ্জগামী ট্রাকের পেছনে থাকা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে এসে সজোরে ধাক্কা খায় এবং চালক কবির ডানদিকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক তাকে ঘটনাস্থলে  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহীর কোনো ক্ষতি হয়নি।
 

কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
৩০ বার পড়া হয়েছে

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৮:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত।

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের সেবা ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক এক কিশোর নিহত হয়েছেন। এ সময় মটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) বেলা ২টায় সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে একটি  ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম কবির হোসেন (১৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক ও ভোলাগঞ্জগামী অপর একটি ট্রাক সেবা ফিলিং স্টেশনের সামনে ক্রস করছিলেন। এ সময় ভোলাগঞ্জগামী ট্রাকের পেছনে থাকা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে এসে সজোরে ধাক্কা খায় এবং চালক কবির ডানদিকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক তাকে ঘটনাস্থলে  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহীর কোনো ক্ষতি হয়নি।
 

কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।