ব্রেকিং নিউজ :
সিলেটে ভারতীয় গুলিতে যুবক নিহত
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের কাছে রোববার (২৬ অক্টোবর) বিকেলে ভারতীয় খাসিয়ার গুলিতে শাকিল আহমদ (২৯) নামক এক যুবক মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে শাকিল ১৩৩৪ নম্বর পিলারের কাছে ঘাস কাটছিলেন; তখন সীমান্তের ওপারের সীমান্তরক্ষীরা হঠাৎ গুলি ছোঁড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে তুলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেতিমগঞ্জে তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মরগে পাঠানো হয়েছে; বিজিবিও ঘটনাটি নিশ্চিত করেছে।
















