সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে দুজন এবং পরে হাসপাতালে একজন মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার তাতিকোনা মহল্লার বিএনপি নেতা সৈয়দ জুনেদ আলমের ছেলে সৈয়দ মুখছুদ হাসান মহান (১৭), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাবাড়ি গ্রামের আবদুল হাসিমের ছেলে হাফিজুর রশিদ (১৯) ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের রাধানগর গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল আজিজ সায়েম(২০)। এ ঘটনায় মাহি ও তাহমিদ নামের দু’জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন ও তাহমিদ কে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানান আহতদের নিকটআত্মীয়।
স্হানীয় সুত্রে জানাগেছে, সুনামগঞ্জের ছাতক পৌরসভার বিভিন্ন মহল্লার ৪ কিশোর প্রাইভেট কারযোগে শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার শাপলা বিল বেড়াতে আসেন। ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে বাঘের সড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মহান ও তাহমিদ নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাফিজুর রশিদ মারা যান।