ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু Logo গুলশানে তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক Logo যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট

সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত

নিজস্ব সংবাদ :

আপিল বিভাগের সীমানা নির্ধারণ–সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর নির্বাচন স্থগিতকরণ সংক্রান্ত’ শিরোনামের ওই চিঠিতে ৬ জানুয়ারি স্বাক্ষর করা হয়। ইতোমধ্যে এটি পাবনা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ ও ৬৯-এর সীমানা সংক্রান্ত সিএমপি নং-১১০৫/২০২৫ মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি ২০২৬ যে আদেশ দিয়েছেন, তার আলোকে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই আসনের ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সেটিকে সঠিক নয় বলে দাবি করেন এবং সংবাদ প্রচার বন্ধ রাখার অনুরোধ জানান।
ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে দায়ের করা আপিল নিষ্পত্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
১৬ বার পড়া হয়েছে

সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত

আপডেট সময় ০৯:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

আপিল বিভাগের সীমানা নির্ধারণ–সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর নির্বাচন স্থগিতকরণ সংক্রান্ত’ শিরোনামের ওই চিঠিতে ৬ জানুয়ারি স্বাক্ষর করা হয়। ইতোমধ্যে এটি পাবনা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ ও ৬৯-এর সীমানা সংক্রান্ত সিএমপি নং-১১০৫/২০২৫ মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি ২০২৬ যে আদেশ দিয়েছেন, তার আলোকে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই আসনের ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সেটিকে সঠিক নয় বলে দাবি করেন এবং সংবাদ প্রচার বন্ধ রাখার অনুরোধ জানান।
ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে দায়ের করা আপিল নিষ্পত্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে।