সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে এক শিশু নিহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ সংলগ্ন সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকার দিক থেকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এতে একটি গুলি এসে শিশুটিকে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ও ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারা সড়কে নেমে প্রতিবাদ জানিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছ থেকে কার্যকর পদক্ষেপের দাবি তোলেন।
উল্লেখযোগ্য যে, গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন প্রদেশে ব্যাপক গোলাগুলি চলছে। সেখানে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সীমান্ত এলাকায় এক বাংলাদেশি জেলেও গুলিবিদ্ধ হন।





















