ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo থানচিতে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা Logo কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে: মির্জা ফখরুল Logo নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন Logo অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা Logo যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে Logo আওয়ামী লীগ ছাড়া সব দল নিয়ে নির্বাচন হবে, তারা ফিরবে বিচারের পর: আব্দুস সালাম Logo সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন দাবি Logo পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে, বাংলাদেশের ম্যাচ কবে কখন Logo ইয়েমেনে দফায় দফায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের Logo ‘জনশক্তি’ নাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সামান্তার

সুদিন ফেরাতে ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট হতে চান রোনালদো

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সুদিন ফেরাতে ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট হতে চান রোনালদো।

ব্রাজিল ফুটবলের সুদিন ফেরাতে এবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট পদে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দ্যা ফেনোমেনন খ্যাত রোনালদো নাজারিও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সুদিন ফেরাতে অঙ্গীকারবদ্ধ ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। সাবেক ফুটবলারদের নিয়ে ব্রাজিলের হারানো ঐতিহ্য ফেরাতে চান তিনি।

ছন্দময় ফুটবলের জন্য ব্রাজিলের সুনাম বেশ পুরনো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জোগো বনিতো স্টাইলেই যে বাজিমাত করেছে বাঘাবাঘা সব দলকে। কিন্তু কালের পরিক্রমায় হারিয়েছে ব্রাজিল দলটার জৌলুস। সেলেসাওদের আগের সেই আধিপত্য দিনে দিনে ম্লান হতে চলেছে। ভিনিসিউস জুনিয়র, নেইমার জুনিয়রদের মতো তারকা ফুটবলাররা থাকলেও কাঙ্ক্ষিত সাফল্যের মুখ যেনোকোনোভাবেই দেখতে পাচ্ছে না ব্রাজিল ফুটবল দল।

 

ব্রাজিলের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে সেলেসাওরা। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ জেতেনি তারা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও যাত্রাটা হচ্ছে যাচ্ছেতাই। প্রিয় দলের হতাশাজনক ফর্মে চিন্তিত দেশটির সাবেক ফুটবলার, সমর্থকরা। তবে, এবার হারিয়ে যাওয়া জৌলুস ফেরাতে উদ্যোগী দ্যা ফেনোমেনন খ্যাত রোনালদো নাজারিও।
 
ব্রাজিল ফুটবলের বেহাল দশার পরিবর্তনে সিবিএফের প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা বেশ কিছুদিন আগে দিলেও, এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ব্রাজিলের ২০০২ এর বিশ্বকাপজয়ী তারকা। ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে রোনালদোর বেশ কিছু ক্লাব ও স্টেটের সমর্থন প্রয়োজন। আর সেজন্যে নির্বাচনী প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন নাজারিও। সেলেসাওদের ফুটবলে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেছেন রোনালদো নাজারিও। আর সেজন্যে স্প্যানিশ ক্লাব ভায়াদোলিদের মালিকানাও ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
 
রোনালদো নাজারিও বলেন, ‘ব্রাজিলের ফুটবল নিয়ে আমার মধ্যে অনেক তাড়না কাজ করে। সবচেয়ে বড় চাওয়া হলো ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। ব্রাজিল ফুটবল ভক্তরা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে অনুরোধ করে। কারণ, জাতীয় দলের অবস্থা একেবারেই ভালো না। মাঠে ও মাঠের বাইরে কোনো কিছুই ঠিক হচ্ছে না।’
 
 
নির্বাচনী ঘোষণা দেয়ার পরই প্রেসিডেন্ট হিসেবে প্রাথমিকভাবে যেসব পদক্ষেপ গ্রহণ করবেন, তা নিয়েও খোলামেলা কথা বলেছেন রোনালদো নাজারিও। সাবেক ফুটবলারদের ব্রাজিল ফুটবলে ফিরিয়ে এনে সুদিন ফেরানোর লক্ষ্য তার।
 
রোনালদো বলেন, ‘এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ও ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফের সভাপতি পদের প্রার্থী। আমার অনেক পরিকল্পনা আছে ব্রাজিলের ফুটবল নিয়ে। ভোটারদের প্রত্যেকের ভাবনা জানতে আমি ব্রাজিল জুড়ে ভ্রমণ করব। সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের মাঠের নায়কদের কথা মূল্যায়ন করাই হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ বিষয়। আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। আমি চাই, সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে।’
 
 
ব্রাজিলের এক সময়ের মাঠের নায়ক বর্ণাঢ্য ক্যারিয়ারে যেমন সফলতা পেয়েছেন, সিবিএফ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও সফলতার ধারা বজায় রাখতে পারেন কি না তাই এখন দেখার বিষয়। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
৮ বার পড়া হয়েছে

সুদিন ফেরাতে ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট হতে চান রোনালদো

আপডেট সময় ০৬:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

সুদিন ফেরাতে ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট হতে চান রোনালদো।

ব্রাজিল ফুটবলের সুদিন ফেরাতে এবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট পদে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দ্যা ফেনোমেনন খ্যাত রোনালদো নাজারিও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সুদিন ফেরাতে অঙ্গীকারবদ্ধ ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। সাবেক ফুটবলারদের নিয়ে ব্রাজিলের হারানো ঐতিহ্য ফেরাতে চান তিনি।

ছন্দময় ফুটবলের জন্য ব্রাজিলের সুনাম বেশ পুরনো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জোগো বনিতো স্টাইলেই যে বাজিমাত করেছে বাঘাবাঘা সব দলকে। কিন্তু কালের পরিক্রমায় হারিয়েছে ব্রাজিল দলটার জৌলুস। সেলেসাওদের আগের সেই আধিপত্য দিনে দিনে ম্লান হতে চলেছে। ভিনিসিউস জুনিয়র, নেইমার জুনিয়রদের মতো তারকা ফুটবলাররা থাকলেও কাঙ্ক্ষিত সাফল্যের মুখ যেনোকোনোভাবেই দেখতে পাচ্ছে না ব্রাজিল ফুটবল দল।

 

ব্রাজিলের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে সেলেসাওরা। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ জেতেনি তারা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও যাত্রাটা হচ্ছে যাচ্ছেতাই। প্রিয় দলের হতাশাজনক ফর্মে চিন্তিত দেশটির সাবেক ফুটবলার, সমর্থকরা। তবে, এবার হারিয়ে যাওয়া জৌলুস ফেরাতে উদ্যোগী দ্যা ফেনোমেনন খ্যাত রোনালদো নাজারিও।
 
ব্রাজিল ফুটবলের বেহাল দশার পরিবর্তনে সিবিএফের প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা বেশ কিছুদিন আগে দিলেও, এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ব্রাজিলের ২০০২ এর বিশ্বকাপজয়ী তারকা। ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে রোনালদোর বেশ কিছু ক্লাব ও স্টেটের সমর্থন প্রয়োজন। আর সেজন্যে নির্বাচনী প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন নাজারিও। সেলেসাওদের ফুটবলে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেছেন রোনালদো নাজারিও। আর সেজন্যে স্প্যানিশ ক্লাব ভায়াদোলিদের মালিকানাও ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
 
রোনালদো নাজারিও বলেন, ‘ব্রাজিলের ফুটবল নিয়ে আমার মধ্যে অনেক তাড়না কাজ করে। সবচেয়ে বড় চাওয়া হলো ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। ব্রাজিল ফুটবল ভক্তরা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে অনুরোধ করে। কারণ, জাতীয় দলের অবস্থা একেবারেই ভালো না। মাঠে ও মাঠের বাইরে কোনো কিছুই ঠিক হচ্ছে না।’
 
 
নির্বাচনী ঘোষণা দেয়ার পরই প্রেসিডেন্ট হিসেবে প্রাথমিকভাবে যেসব পদক্ষেপ গ্রহণ করবেন, তা নিয়েও খোলামেলা কথা বলেছেন রোনালদো নাজারিও। সাবেক ফুটবলারদের ব্রাজিল ফুটবলে ফিরিয়ে এনে সুদিন ফেরানোর লক্ষ্য তার।
 
রোনালদো বলেন, ‘এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ও ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফের সভাপতি পদের প্রার্থী। আমার অনেক পরিকল্পনা আছে ব্রাজিলের ফুটবল নিয়ে। ভোটারদের প্রত্যেকের ভাবনা জানতে আমি ব্রাজিল জুড়ে ভ্রমণ করব। সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের মাঠের নায়কদের কথা মূল্যায়ন করাই হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ বিষয়। আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। আমি চাই, সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে।’
 
 
ব্রাজিলের এক সময়ের মাঠের নায়ক বর্ণাঢ্য ক্যারিয়ারে যেমন সফলতা পেয়েছেন, সিবিএফ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও সফলতার ধারা বজায় রাখতে পারেন কি না তাই এখন দেখার বিষয়।