ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে মামলা খারিজ করল দিল্লি আদালত

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নাগরিকত্ব ইস্যুতে করা মামলা শেষ পর্যন্ত খারিজ করেছেন দিল্লির একটি আদালত।

বিজেপির অভিযোগ ছিল, সোনিয়া ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। দলটির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রথম এই অভিযোগ উত্থাপন করেন। পরবর্তীতে বিকাশ ত্রিপাঠী নামের এক ব্যক্তি আদালতে ফৌজদারি মামলা দায়েরের অনুমতি চান।

আদালতের রায়ে বলা হয়, মামলাটি গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। এ সিদ্ধান্তে কংগ্রেসের এই সংসদ সদস্য স্বস্তি পেয়েছেন।

বিতর্কের সূত্রপাত হয় বিজেপির দাবি থেকে—১৯৮০ সালে ভোটার তালিকায় সোনিয়ার নাম তোলা হয়েছিল, অথচ তিনি আরও তিন বছর পর ভারতীয় নাগরিকত্ব পান। এই বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে উত্তেজনা ছড়ায় এবং শেষমেশ তা আদালতে পৌঁছায়।

ইতালিতে জন্ম নেওয়া সোনিয়া গান্ধী ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ের পর ভারতীয় রাজনৈতিক পরিবারে যোগ দেন। পরবর্তীতে ভারতীয় নাগরিকত্ব নিয়ে তিনি কংগ্রেসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
২৭ বার পড়া হয়েছে

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে মামলা খারিজ করল দিল্লি আদালত

আপডেট সময় ০৪:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নাগরিকত্ব ইস্যুতে করা মামলা শেষ পর্যন্ত খারিজ করেছেন দিল্লির একটি আদালত।

বিজেপির অভিযোগ ছিল, সোনিয়া ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। দলটির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রথম এই অভিযোগ উত্থাপন করেন। পরবর্তীতে বিকাশ ত্রিপাঠী নামের এক ব্যক্তি আদালতে ফৌজদারি মামলা দায়েরের অনুমতি চান।

আদালতের রায়ে বলা হয়, মামলাটি গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। এ সিদ্ধান্তে কংগ্রেসের এই সংসদ সদস্য স্বস্তি পেয়েছেন।

বিতর্কের সূত্রপাত হয় বিজেপির দাবি থেকে—১৯৮০ সালে ভোটার তালিকায় সোনিয়ার নাম তোলা হয়েছিল, অথচ তিনি আরও তিন বছর পর ভারতীয় নাগরিকত্ব পান। এই বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে উত্তেজনা ছড়ায় এবং শেষমেশ তা আদালতে পৌঁছায়।

ইতালিতে জন্ম নেওয়া সোনিয়া গান্ধী ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ের পর ভারতীয় রাজনৈতিক পরিবারে যোগ দেন। পরবর্তীতে ভারতীয় নাগরিকত্ব নিয়ে তিনি কংগ্রেসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।