ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুইড গেম-টু এর অফিশিয়াল টিজার প্রকাশ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

স্কুইড গেম-টু এর অফিশিয়াল টিজার প্রকাশ।

মুক্তি পেল বহুল প্রত্যাশিত স্কুইড গেমের দ্বিতীয় সিজনের প্রথম টিজার। তুমুল জনপ্রিয় কোরিয়ান এই সিরিজে আরও ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে ৪৫৬ খেলোয়াড়।

অবশেষে মুক্তি পেল স্কুইড গেম-২ এর অফিসিয়াল টিজার।

শুক্রবার (১ নভেম্বর) মুক্তির পরপরই নেট মাধ্যমে সাড়া জাগিয়েছে ১ মিনিট ৫২ সেকেন্ডের টিজারটি। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল ভূমিকায় সং জি-হান, যে চরিত্রে আছেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা লি চুং-চে।


প্রথম সিজনেও ছিল ৪৫৬ জনের একটি দল। যারা ছিল ঋণের চাপে পিষ্ট, তারা বিশাল অঙ্কের নগদ পুরস্কারের জন্য মরিয়া হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে।


এটি নেটফ্লিক্সে সর্বকালের সবচেয়ে বড় সিরিজ লঞ্চে পরিণত হয়; যেটি প্রথম ২৮ দিনে ১১১ মিলিয়ন ব্যবহারকারী স্ট্রিম করে।

গত ২০ সেপ্টেম্বর স্কুইড গেমের নতুন সিজনের একটি স্পেশাল টিজার মুক্তি দিয়েছিলো নেটফিক্স। এবার মুক্তি দিল অফিসিয়াল টিজার।

 

স্কুইড গেমের শুরুতে জি-হান ছিল এক বিধ্বস্ত মানুষ। জুয়ায় সর্বোচ্চ হারিয়ে ডুবে গেছেন ঋণে। মা অসুস্থ। বিচ্ছেদের পর অন্যত্র বিয়ে করেছেন স্ত্রী। জি-হানের এক মেয়ে আছে যে কিনা থাকে মায়ের সঙ্গে। কিছুদিনের মধ্যেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যাবে হানের সাবেক স্ত্রী। নিজের অর্থনৈতিক দুরবস্থার জন্য মেয়েকে নিজের কাছে রাখার অনুমতি পাচ্ছে না জি-হান। এই অবস্থায় মোটা অংকের অর্থ আয়ের সুযোগ আসে তার সামনে। তিনি ঢুকে পড়েন স্কুইড গেমের ভয়ংকর দুনিয়ায়!


কিন্তু বিশাল অংকের অর্থ জিতলেও তা কোনো কাজেই লাগে না জি-হানের। ফিরে এসে দেখেন তার মা মারা গেছেন। মেয়েকে নিয়ে সাবেক স্ত্রীও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

এখানেই প্রথম সিজন শেষ হয়। ফলে বোঝাই যাচ্ছিল- জি-হানের পরবর্তী জার্নির গল্প আসবে। কিন্তু তিনি যে আবার স্কুইড গেমের খেলার ময়দানে ফিরে আসবেন সেটা হয়তো অনেকেই আশা করেননি।
 

ভয়ংকর এই খেলো তিনি কেন আবার ফিরলেন, সেটাই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে।

এবারের সিজনটিও লিখেছেন ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। আগামী ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা স্কুইড গেম টু-এর।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
৩২ বার পড়া হয়েছে

স্কুইড গেম-টু এর অফিশিয়াল টিজার প্রকাশ

আপডেট সময় ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

স্কুইড গেম-টু এর অফিশিয়াল টিজার প্রকাশ।

মুক্তি পেল বহুল প্রত্যাশিত স্কুইড গেমের দ্বিতীয় সিজনের প্রথম টিজার। তুমুল জনপ্রিয় কোরিয়ান এই সিরিজে আরও ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে ৪৫৬ খেলোয়াড়।

অবশেষে মুক্তি পেল স্কুইড গেম-২ এর অফিসিয়াল টিজার।

শুক্রবার (১ নভেম্বর) মুক্তির পরপরই নেট মাধ্যমে সাড়া জাগিয়েছে ১ মিনিট ৫২ সেকেন্ডের টিজারটি। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল ভূমিকায় সং জি-হান, যে চরিত্রে আছেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা লি চুং-চে।


প্রথম সিজনেও ছিল ৪৫৬ জনের একটি দল। যারা ছিল ঋণের চাপে পিষ্ট, তারা বিশাল অঙ্কের নগদ পুরস্কারের জন্য মরিয়া হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে।


এটি নেটফ্লিক্সে সর্বকালের সবচেয়ে বড় সিরিজ লঞ্চে পরিণত হয়; যেটি প্রথম ২৮ দিনে ১১১ মিলিয়ন ব্যবহারকারী স্ট্রিম করে।

গত ২০ সেপ্টেম্বর স্কুইড গেমের নতুন সিজনের একটি স্পেশাল টিজার মুক্তি দিয়েছিলো নেটফিক্স। এবার মুক্তি দিল অফিসিয়াল টিজার।

 

স্কুইড গেমের শুরুতে জি-হান ছিল এক বিধ্বস্ত মানুষ। জুয়ায় সর্বোচ্চ হারিয়ে ডুবে গেছেন ঋণে। মা অসুস্থ। বিচ্ছেদের পর অন্যত্র বিয়ে করেছেন স্ত্রী। জি-হানের এক মেয়ে আছে যে কিনা থাকে মায়ের সঙ্গে। কিছুদিনের মধ্যেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যাবে হানের সাবেক স্ত্রী। নিজের অর্থনৈতিক দুরবস্থার জন্য মেয়েকে নিজের কাছে রাখার অনুমতি পাচ্ছে না জি-হান। এই অবস্থায় মোটা অংকের অর্থ আয়ের সুযোগ আসে তার সামনে। তিনি ঢুকে পড়েন স্কুইড গেমের ভয়ংকর দুনিয়ায়!


কিন্তু বিশাল অংকের অর্থ জিতলেও তা কোনো কাজেই লাগে না জি-হানের। ফিরে এসে দেখেন তার মা মারা গেছেন। মেয়েকে নিয়ে সাবেক স্ত্রীও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

এখানেই প্রথম সিজন শেষ হয়। ফলে বোঝাই যাচ্ছিল- জি-হানের পরবর্তী জার্নির গল্প আসবে। কিন্তু তিনি যে আবার স্কুইড গেমের খেলার ময়দানে ফিরে আসবেন সেটা হয়তো অনেকেই আশা করেননি।
 

ভয়ংকর এই খেলো তিনি কেন আবার ফিরলেন, সেটাই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে।

এবারের সিজনটিও লিখেছেন ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। আগামী ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা স্কুইড গেম টু-এর।