ব্রেকিং নিউজ :
স্বর্ণের দামে আগুন! ভরি ছাড়ালো ২ লাখ টাকা
দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়ালো ২ লাখ ৭২৬ টাকা— যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (৬ অক্টোবর) রাতে বাজুসের প্রাইসিং ও মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে এই নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
ট্যাগস :
Gold Price Bangladesh অর্থনীতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম স্বর্ণের রেকর্ড