ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতীয় ম’দ পা’চারকালে পু’লি’শে’র জালে ৩ কারবারি Logo নেপালের রাজনৈতিক সংকটে বাংলাদেশিদের সতর্কতা জারি Logo বাংলাদেশে আসছে নতুন ব্যাংক, নাম কী হতে পারে জানুন Logo ডাকসু ভোটে চমক! সূর্যসেন হলে রেকর্ড অংশগ্রহণ Logo নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সেনাবাহিনীর হেলিকপ্টারে সরানো হচ্ছে মন্ত্রীদের Logo স্বর্ণের দাম ইতিহাস গড়ে ছাড়ালো ৩ হাজার ৬৫০ ডলার Logo গুজব ছড়ালেও সুস্থই আছেন অভিনেত্রী কাজল আগরওয়াল Logo নুরাল পাগলের মরদেহ উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ গ্রেফতার Logo আজ থেকে শুরু এশিয়া কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও হংকং Logo শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, আদালতে পাঁচজনের জবানবন্দি

স্বর্ণের দাম ইতিহাস গড়ে ছাড়ালো ৩ হাজার ৬৫০ ডলার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে অব্যাহত ঊর্ধ্বগতি ধরে রেখে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবার আউন্সপ্রতি ৩ হাজার ৬৫০ ডলার অতিক্রম করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৪২ দশমিক ০৯ ডলারে। দিনের শুরুর দিকে দাম আরও বেড়ে সর্বোচ্চ ৩ হাজার ৬৫৯ দশমিক ১০ ডলার ছুঁয়েছিল। অন্যদিকে, ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে মার্কিন ফিউচার মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৮২ দশমিক ১০ ডলারে পৌঁছেছে।

গত বছর (২০২৪) বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছিল প্রায় ২৭ শতাংশ। চলতি বছর ইতোমধ্যেই দাম বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার দুর্বল হয়ে যাওয়া, বন্ড ইল্ড কমে যাওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সঞ্চয় এবং বৈশ্বিক রাজনৈতিক ও আর্থিক অনিশ্চয়তা—সব মিলিয়েই বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁক বাড়িয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “মার্কিন ফেডারেল রিজার্ভ যদি একাধিকবার সুদের হার কমায়, তাহলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের প্রবৃদ্ধি কমে যাওয়া এবং বেকারত্বের হার প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছানোয় শ্রমবাজারের দুর্বলতা স্পষ্ট হয়েছে। এর ফলে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা আরও বেড়েছে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীদের ৮৯ দশমিক ৪ শতাংশ ধারণা—চলতি মাসেই ফেড ২৫ বেসিস পয়েন্ট কমাবে। আর ৫০ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা ধরা হচ্ছে ১০ দশমিক ৬ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, সুদের হার কমলে ডলার দুর্বল হয় এবং বন্ড ইল্ড চাপের মুখে পড়ে, যা স্বর্ণে বিনিয়োগ বাড়ায়। বর্তমানে ডলার সূচক প্রায় সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে, আর মার্কিন ১০ বছরের ট্রেজারি ইল্ডও পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে। এতে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণে আরও আকৃষ্ট হচ্ছেন।

অন্যদিকে, বাজারের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি সংক্রান্ত আসন্ন তথ্যের দিকে। বুধবার প্রকাশিত হবে উৎপাদক মূল্য সূচক (PPI) এবং বৃহস্পতিবার প্রকাশিত হবে ভোক্তা মূল্য সূচক (CPI)। এগুলো ফেডের নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংকেত দেবে।

টিম ওয়াটারার আরও বলেন, “যদি মুদ্রাস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে কম আসে, তাহলে স্বর্ণের দাম দ্রুত ৩ হাজার ৭০০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।”

এদিকে, রুপার বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি; স্পট সিলভার আউন্সপ্রতি ৪১ দশমিক ৩২ ডলারে স্থির ছিল। তবে প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯০ দশমিক ৮০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ১ হাজার ১৪৭ দশমিক ০৭ ডলারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২ বার পড়া হয়েছে

স্বর্ণের দাম ইতিহাস গড়ে ছাড়ালো ৩ হাজার ৬৫০ ডলার

আপডেট সময় ০৩:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ববাজারে অব্যাহত ঊর্ধ্বগতি ধরে রেখে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবার আউন্সপ্রতি ৩ হাজার ৬৫০ ডলার অতিক্রম করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৪২ দশমিক ০৯ ডলারে। দিনের শুরুর দিকে দাম আরও বেড়ে সর্বোচ্চ ৩ হাজার ৬৫৯ দশমিক ১০ ডলার ছুঁয়েছিল। অন্যদিকে, ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে মার্কিন ফিউচার মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৮২ দশমিক ১০ ডলারে পৌঁছেছে।

গত বছর (২০২৪) বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছিল প্রায় ২৭ শতাংশ। চলতি বছর ইতোমধ্যেই দাম বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার দুর্বল হয়ে যাওয়া, বন্ড ইল্ড কমে যাওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সঞ্চয় এবং বৈশ্বিক রাজনৈতিক ও আর্থিক অনিশ্চয়তা—সব মিলিয়েই বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁক বাড়িয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “মার্কিন ফেডারেল রিজার্ভ যদি একাধিকবার সুদের হার কমায়, তাহলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের প্রবৃদ্ধি কমে যাওয়া এবং বেকারত্বের হার প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছানোয় শ্রমবাজারের দুর্বলতা স্পষ্ট হয়েছে। এর ফলে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা আরও বেড়েছে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীদের ৮৯ দশমিক ৪ শতাংশ ধারণা—চলতি মাসেই ফেড ২৫ বেসিস পয়েন্ট কমাবে। আর ৫০ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা ধরা হচ্ছে ১০ দশমিক ৬ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, সুদের হার কমলে ডলার দুর্বল হয় এবং বন্ড ইল্ড চাপের মুখে পড়ে, যা স্বর্ণে বিনিয়োগ বাড়ায়। বর্তমানে ডলার সূচক প্রায় সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে, আর মার্কিন ১০ বছরের ট্রেজারি ইল্ডও পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে। এতে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণে আরও আকৃষ্ট হচ্ছেন।

অন্যদিকে, বাজারের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি সংক্রান্ত আসন্ন তথ্যের দিকে। বুধবার প্রকাশিত হবে উৎপাদক মূল্য সূচক (PPI) এবং বৃহস্পতিবার প্রকাশিত হবে ভোক্তা মূল্য সূচক (CPI)। এগুলো ফেডের নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংকেত দেবে।

টিম ওয়াটারার আরও বলেন, “যদি মুদ্রাস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে কম আসে, তাহলে স্বর্ণের দাম দ্রুত ৩ হাজার ৭০০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।”

এদিকে, রুপার বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি; স্পট সিলভার আউন্সপ্রতি ৪১ দশমিক ৩২ ডলারে স্থির ছিল। তবে প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯০ দশমিক ৮০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ১ হাজার ১৪৭ দশমিক ০৭ ডলারে।