ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নেপালের বিপক্ষে বাংলাদেশের ড্র Logo সোহাগ পরিবহন কাউন্টারে হামলার ঘটনায় মূল অভিযুক্ত বেলালসহ দুইজন গ্রেফতার Logo পার্বত্য অঞ্চলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হলো ঈদে মিলাদুন্নবী Logo কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: দাবি ডা. জাহিদের Logo জেলায় জেলায় উঠান বৈঠকে ব্যস্ত এনসিপি, রাজপথে ফেরার প্রস্তুতি Logo পাকিস্তানের নতুন হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক Logo ট্রাম্পের প্রশংসায় মোদির প্রতিক্রিয়া: নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন দিগন্তের ইঙ্গিত? Logo সালমান শাহ: প্রয়াণের ২৯ বছর পরও ভক্তদের হৃদয়ে অমর নায়ক Logo দামি ঘড়ি ও আইপ্যাডের লোভ সামলে যা করলেন জ্বালানি উপদেষ্টা Logo তেলা মাথায় তেল দেওয়ার পক্ষপাতী নয় জামায়াত: আমির শফিকুর রহমান

১০৩ কোটির হেলিকপ্টারে করে অনুশীলনে নেইমার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

১০৩ কোটির হেলিকপ্টারে করে অনুশীলনে নেইমার।

নিজ দেশের ক্লাব সান্তোস থেকেই পেশাদার ফুটবলে যাত্রাটা শুরু করেছিলেন নেইমারের। ২০১৩ সালে শৈশবের সেই সেই ক্লাব ছেড়ে যোগ দেন বার্সেলোনায়। সেখান থেকে পিএসজি-আল হিলাল হয়ে ১১ বছর পর আবারও ফিরলেন সান্তোসে। আর সাবেক ক্লাবে ফিরে প্রথম অনুশীলনের দিনই আলোচনায় ব্রাজিলিয়ান তারকা।

বিপুল অঙ্কের লোকসান করে কয়েকদিন আগে সান্তোসে যোগ দিয়েছেন নেইমার। ক্লাবটিতে তার ফেরার উৎসব এবং অন্যান্য আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে আগেই। সোমবার (৩ ফেব্রুয়ারি) যোগ দিয়েছেন প্রথম অনুশীলনে। তবে প্রথম অনুশীলনে যাওয়ার জন্য সড়ক কিংবা নৌপথ নয়, নেইমার বেছে নিয়েছেন আকাশপথ।

 

সান্তোসে কোনো বাসা না থাকায় রিও ডি জেনিরোর মানগারাতিবার নিজ বাসা থেকেই অনুশীলনে আসতে হচ্ছে নেইমারকে। দূরত্ব বেশি হওয়ায় দ্রুত আসার জন্য তাই আকাশপথকে বেছে নিতে হচ্ছে নেইমারকে। নিজ বাসায় জিমে ঘাম ঝরিয়ে হেলিকপ্টার নিয়ে সরাসরি চলে যান সান্তোসের অনুশীলন গ্রাউন্ড সিটি রেই পেলেতে। সান্তোসে বাড় না কেনা পর্যন্ত আপাতত এভাবেই অনুশীলনে যেতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।
 
তবে নেইমারকে নিয়ে আলোচনার বিষয় এটিও নয়। আলোচনা উঠেছে মূলত তার হেলিকপ্টারের চড়া মূল্য নিয়ে। যে হেলিকপ্টার নিয়ে এদিন অনুশীলনে গিয়েছিলেন নেইমার, সেটির বাজারমূল্য ৫ কোটি রিয়াল, যা বাংলাদেশি টাকায় ১০৩ কোটি টাকার বেশি।
 
২০১৯ সালের মে মাসে নিজ প্রতিষ্ঠান নেইমার স্পোর্ট ই মার্কেটিংয়ের অধীনে পিপি–এনজেডআর নিবন্ধনে হেলিকপ্টারটি কেনা হয়। হেলিপ্টারটির মডেল এয়ারবাস বিকে ১১৮ ডি–২। দুটি টার্বোশ্যাফট ইঞ্জিনের এই হেলিকপ্টারের ওজন ৩ দশমিক ৭ টন। রাতে ও খারাপ আবহাওয়াতেও চলাচল করা যায় এই হেলিকপ্টারে, যা পাইলটসহ মোট ১০ জন যাত্রী পরিবহনে সক্ষম।
 
 
বিলাসবহুল এই হেলিকপ্টারের পেছনে নেইমারের খরচও অবশ্য কম হচ্ছে না। ৩ হেলিকপ্টার পাইলটের সঙ্গে আলাপ করে সবংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, মানগারাতিবা থেকে সান্তোসে যাতায়াত করতে নেইমারের হেলিকপ্টারের ২৪০ থেকে ৩৫০ লিটার তেল খরচ হবে। তেলের দাম ব্রাজিলিয়ান মুদ্রায় প্রতি লিটার ৮ থেকে ১০ রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৬৫ থেকে ২০৬ টাকা। অর্থাৎ মানগারাতিবা থেকে সান্তোসে যেতে হেলিকপ্টারে নেইমারের শুধু তেলই খরচ হবে ৪৯ হাজার–৭২ হাজার টাকা।
 
তবে শুধু গেলেই তো হবে না। অনুশীলন শেষে আবার নিজ বাসায়ও ফিরতে হবে নেইমারকে। অর্থাৎ প্রতিদিন হেলিকপ্টারে আসা যাওয়ার খরচ বাবদই প্রতিদিন নেইমারের খরচ হবে ৭ হাজার রিয়ালের কাছাকাছি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। তবে এর পাশাপাশি হেলিকপ্টারের ক্রু ও মেইনটেইন্যান্স খরচও আছে। নির্দিষ্ট ঘণ্টা ওড়ার পর হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ করতে হয়। এতে আনুমানিক বার্ষিক খরচ হয় ৪ থেকে ৫ লাখ ডলার।
 
 
 
 
  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
৬৬ বার পড়া হয়েছে

১০৩ কোটির হেলিকপ্টারে করে অনুশীলনে নেইমার

আপডেট সময় ০৫:১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

১০৩ কোটির হেলিকপ্টারে করে অনুশীলনে নেইমার।

নিজ দেশের ক্লাব সান্তোস থেকেই পেশাদার ফুটবলে যাত্রাটা শুরু করেছিলেন নেইমারের। ২০১৩ সালে শৈশবের সেই সেই ক্লাব ছেড়ে যোগ দেন বার্সেলোনায়। সেখান থেকে পিএসজি-আল হিলাল হয়ে ১১ বছর পর আবারও ফিরলেন সান্তোসে। আর সাবেক ক্লাবে ফিরে প্রথম অনুশীলনের দিনই আলোচনায় ব্রাজিলিয়ান তারকা।

বিপুল অঙ্কের লোকসান করে কয়েকদিন আগে সান্তোসে যোগ দিয়েছেন নেইমার। ক্লাবটিতে তার ফেরার উৎসব এবং অন্যান্য আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে আগেই। সোমবার (৩ ফেব্রুয়ারি) যোগ দিয়েছেন প্রথম অনুশীলনে। তবে প্রথম অনুশীলনে যাওয়ার জন্য সড়ক কিংবা নৌপথ নয়, নেইমার বেছে নিয়েছেন আকাশপথ।

 

সান্তোসে কোনো বাসা না থাকায় রিও ডি জেনিরোর মানগারাতিবার নিজ বাসা থেকেই অনুশীলনে আসতে হচ্ছে নেইমারকে। দূরত্ব বেশি হওয়ায় দ্রুত আসার জন্য তাই আকাশপথকে বেছে নিতে হচ্ছে নেইমারকে। নিজ বাসায় জিমে ঘাম ঝরিয়ে হেলিকপ্টার নিয়ে সরাসরি চলে যান সান্তোসের অনুশীলন গ্রাউন্ড সিটি রেই পেলেতে। সান্তোসে বাড় না কেনা পর্যন্ত আপাতত এভাবেই অনুশীলনে যেতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।
 
তবে নেইমারকে নিয়ে আলোচনার বিষয় এটিও নয়। আলোচনা উঠেছে মূলত তার হেলিকপ্টারের চড়া মূল্য নিয়ে। যে হেলিকপ্টার নিয়ে এদিন অনুশীলনে গিয়েছিলেন নেইমার, সেটির বাজারমূল্য ৫ কোটি রিয়াল, যা বাংলাদেশি টাকায় ১০৩ কোটি টাকার বেশি।
 
২০১৯ সালের মে মাসে নিজ প্রতিষ্ঠান নেইমার স্পোর্ট ই মার্কেটিংয়ের অধীনে পিপি–এনজেডআর নিবন্ধনে হেলিকপ্টারটি কেনা হয়। হেলিপ্টারটির মডেল এয়ারবাস বিকে ১১৮ ডি–২। দুটি টার্বোশ্যাফট ইঞ্জিনের এই হেলিকপ্টারের ওজন ৩ দশমিক ৭ টন। রাতে ও খারাপ আবহাওয়াতেও চলাচল করা যায় এই হেলিকপ্টারে, যা পাইলটসহ মোট ১০ জন যাত্রী পরিবহনে সক্ষম।
 
 
বিলাসবহুল এই হেলিকপ্টারের পেছনে নেইমারের খরচও অবশ্য কম হচ্ছে না। ৩ হেলিকপ্টার পাইলটের সঙ্গে আলাপ করে সবংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, মানগারাতিবা থেকে সান্তোসে যাতায়াত করতে নেইমারের হেলিকপ্টারের ২৪০ থেকে ৩৫০ লিটার তেল খরচ হবে। তেলের দাম ব্রাজিলিয়ান মুদ্রায় প্রতি লিটার ৮ থেকে ১০ রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৬৫ থেকে ২০৬ টাকা। অর্থাৎ মানগারাতিবা থেকে সান্তোসে যেতে হেলিকপ্টারে নেইমারের শুধু তেলই খরচ হবে ৪৯ হাজার–৭২ হাজার টাকা।
 
তবে শুধু গেলেই তো হবে না। অনুশীলন শেষে আবার নিজ বাসায়ও ফিরতে হবে নেইমারকে। অর্থাৎ প্রতিদিন হেলিকপ্টারে আসা যাওয়ার খরচ বাবদই প্রতিদিন নেইমারের খরচ হবে ৭ হাজার রিয়ালের কাছাকাছি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। তবে এর পাশাপাশি হেলিকপ্টারের ক্রু ও মেইনটেইন্যান্স খরচও আছে। নির্দিষ্ট ঘণ্টা ওড়ার পর হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ করতে হয়। এতে আনুমানিক বার্ষিক খরচ হয় ৪ থেকে ৫ লাখ ডলার।