ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে শিরোপা জিতল খুলনা Logo  ঢাকায় এসে সাক্ষাৎ করলেও পাকিস্তানকে সতর্ক করলেন জয়শঙ্কর Logo তারেক রহমানের সংবর্ধনায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন আর নেই Logo বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বে তারেক রহমান Logo এনইআইআর কার্যক্রম শুরু হলেও তিন মাস বন্ধ হবে না অবৈধ ও ক্লোন মোবাইল Logo জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে পরিবারের সদস্যরা Logo কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া Logo  খালেদা জিয়ার প্রয়াতে শোক প্রকাশ রাজনাথ সিংয়ের Logo জাইমা রহমান স্মরণ করলেন দাদি খালেদা জিয়াকে নজরুলের কবিতার মাধ্যমে Logo ঢাকার বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ, গ্রেফতার ২৮

১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর; অনিবন্ধিত ফোন নিবন্ধনের সময় বাড়ল ১৫ মার্চ পর্যন্ত

নিজস্ব সংবাদ :

দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমানে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোনগুলো নিবন্ধনের জন্য সময়সীমা বাড়িয়ে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত রাখার কথা জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালানের মোবাইল ফোন, ক্লোনড বা রিফার্বিশড ডিভাইস, বিদেশ থেকে আনা পুরোনো মোবাইলের অনিয়ন্ত্রিত প্রবেশ ঠেকানো এবং মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং ও এমএফএস জালিয়াতিসহ বিভিন্ন ডিজিটাল অপরাধ প্রতিরোধে এনইআইআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে শুল্ক ফাঁকি দেওয়া মোবাইল ফোনের প্রবেশও এই ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মোবাইল ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে গত তিন দিনের ধারাবাহিক আলোচনার পর তাদের অনুরোধ বিবেচনায় রেখে অনিবন্ধিত ডিভাইস নিবন্ধনের শেষ তারিখ ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া জানানো হয়, মোবাইল ফোন আমদানিতে সরকার কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি। কোন মডেল বা কত পুরোনো ফোন আমদানি করা যাবে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষকে জানাবে। তবে আমদানির ক্ষেত্রে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে অবহিত করতে হবে। একই সঙ্গে ফোন আমদানির শুল্ক কাঠামো নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, নেওয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ১৬ ডিসেম্বর এনইআইআর-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে, যেখানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মোবাইল ব্যবসায়ী কমিউনিটির নেতারা সমর্থন জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
৫১ বার পড়া হয়েছে

১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর; অনিবন্ধিত ফোন নিবন্ধনের সময় বাড়ল ১৫ মার্চ পর্যন্ত

আপডেট সময় ১০:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমানে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোনগুলো নিবন্ধনের জন্য সময়সীমা বাড়িয়ে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত রাখার কথা জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালানের মোবাইল ফোন, ক্লোনড বা রিফার্বিশড ডিভাইস, বিদেশ থেকে আনা পুরোনো মোবাইলের অনিয়ন্ত্রিত প্রবেশ ঠেকানো এবং মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং ও এমএফএস জালিয়াতিসহ বিভিন্ন ডিজিটাল অপরাধ প্রতিরোধে এনইআইআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে শুল্ক ফাঁকি দেওয়া মোবাইল ফোনের প্রবেশও এই ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মোবাইল ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে গত তিন দিনের ধারাবাহিক আলোচনার পর তাদের অনুরোধ বিবেচনায় রেখে অনিবন্ধিত ডিভাইস নিবন্ধনের শেষ তারিখ ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া জানানো হয়, মোবাইল ফোন আমদানিতে সরকার কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি। কোন মডেল বা কত পুরোনো ফোন আমদানি করা যাবে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষকে জানাবে। তবে আমদানির ক্ষেত্রে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে অবহিত করতে হবে। একই সঙ্গে ফোন আমদানির শুল্ক কাঠামো নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, নেওয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ১৬ ডিসেম্বর এনইআইআর-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে, যেখানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মোবাইল ব্যবসায়ী কমিউনিটির নেতারা সমর্থন জানিয়েছে।