ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মির্জা ফখরুল Logo সালমান শাহ হত্যা: সাবেক ভাবী সামিরাকে ঘিরে নতুন মন্তব্য শাহরানের Logo বিশেষ নিয়োগের দাবিতে শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা বন্ধ করলো পুলিশ Logo পাকিস্তানগামী নদীতে বাঁধ নির্মাণের নির্দেশ, পানির প্রবাহ কমাতে চায় আফগানিস্তান Logo সাবলেটের আড়ালে অপহরণচক্র: যেভাবে উদ্ধার হলো কামরাঙ্গীরচরের শিশু Logo জুলাই সনদে স্বাক্ষর নিয়ে আলোচনায় একটি দল: সালাহউদ্দিন আহমদ Logo প্রিয় কুকুর হারিয়ে শহরজুড়ে মাইকিং Logo আমি শতভাগ আশাবাদী’: বিএনপি মনোনয়ন প্রত্যাশী আরিফ Logo গণভোট ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়: জামায়াত Logo স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক, চাঞ্চল্যকর তথ্য জানাল মেয়ে

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে সংঘর্ষ, গুলিতে নিহত ১

নিজস্ব সংবাদ :

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের সুরইঘাট সীমান্ত এলাকায় এই সংঘর্ষ ঘটে। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধীনে পরিচালিত ওই অভিযানে চোরাচালানবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে একটি চোরাই পণ্যে বোঝাই পিকআপ আটকানোর চেষ্টা করা হয়। সেই সময় সশস্ত্র চোরাকারবারিরা দেশীয় অস্ত্র, বল্লম ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণ চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে তাদের সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন এবং তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের ঘটনায় আলমাস মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা।

বিকেলে বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, চোরাকারবারিরা আটক পিকআপটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে এবং তখনই গুলি ছোড়া হয়।

ঘটনার পর জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে এই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৫ বার পড়া হয়েছে

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে সংঘর্ষ, গুলিতে নিহত ১

আপডেট সময় ০৭:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের সুরইঘাট সীমান্ত এলাকায় এই সংঘর্ষ ঘটে। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধীনে পরিচালিত ওই অভিযানে চোরাচালানবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে একটি চোরাই পণ্যে বোঝাই পিকআপ আটকানোর চেষ্টা করা হয়। সেই সময় সশস্ত্র চোরাকারবারিরা দেশীয় অস্ত্র, বল্লম ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণ চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে তাদের সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন এবং তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের ঘটনায় আলমাস মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা।

বিকেলে বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, চোরাকারবারিরা আটক পিকআপটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে এবং তখনই গুলি ছোড়া হয়।

ঘটনার পর জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে এই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।