ব্রেকিং নিউজ :
ডেমোক্র্যাটদের আক্রমণ, ট্রাম্পের পাল্টা হাসি
হোয়াইট হাউসের একাংশ ভেঙে নতুন বলরুম নির্মাণের সমালোচনার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “নির্মাণের শব্দ আমার কাছে সুরের মতো।”
ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্প হোয়াইট হাউসের মর্যাদা ক্ষুণ্ন করছেন এবং এটি করদাতাদের অর্থের অপচয়। তবে ট্রাম্প জানান, প্রকল্পটির অর্থায়ন আংশিকভাবে তিনি নিজেই করছেন, বাকিটা ব্যক্তিগত দাতাদের অনুদান।
এএফপি জানিয়েছে, প্রায় ২৫০ মিলিয়ন ডলারের এই প্রকল্পের কাজ ইস্ট উইংয়ে চলছে। সমালোচনার জবাবে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, “এটি প্রেসিডেন্টদের ঐতিহ্যবাহী উন্নয়ন কার্যক্রমেরই অংশ।”
ডেমোক্র্যাটরা একে গণতন্ত্র ভাঙার প্রতীক বলে অভিহিত করেছেন। হাওয়াইয়ের সিনেটর মাজি হিরোনো বলেন, “ইস্ট উইং ধ্বংস হচ্ছে যেমনভাবে ট্রাম্প আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছেন।”
















