ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির

বিশেষ নিয়োগের দাবিতে শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা বন্ধ করলো পুলিশ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি ও বিশেষ নিয়োগসহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। তবে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন জানান, “আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছিলাম। কিন্তু পুলিশ আমাদের পথ রোধ করেছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

সংগঠনটির সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যরা জানিয়েছেন, রাজু ভাস্কর্যের পাদদেশে তারা গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে প্রায় ৪০ থেকে ৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা-বাটি হাতে ভুখা মিছিলও করেন।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ৫ দফা দাবি:

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের উদ্যোগ নিতে হবে।
২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।
৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে মনোনয়নের ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে।
৪. সমাজসেবা অধিদফতরের আওতায় ব্রেইলভিত্তিক শিক্ষা ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়োগ দিতে হবে।
৫. সরকারি চাকরিতে আবেদন করার বয়সসীমা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩৭ বছরে উন্নীত করতে হবে (সাধারণ প্রার্থীদের ৩৫ হলে তাদের জন্য ৩৭)।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
৪৯ বার পড়া হয়েছে

বিশেষ নিয়োগের দাবিতে শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা বন্ধ করলো পুলিশ

আপডেট সময় ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি ও বিশেষ নিয়োগসহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। তবে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন জানান, “আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছিলাম। কিন্তু পুলিশ আমাদের পথ রোধ করেছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

সংগঠনটির সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যরা জানিয়েছেন, রাজু ভাস্কর্যের পাদদেশে তারা গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে প্রায় ৪০ থেকে ৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা-বাটি হাতে ভুখা মিছিলও করেন।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ৫ দফা দাবি:

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের উদ্যোগ নিতে হবে।
২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।
৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে মনোনয়নের ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে।
৪. সমাজসেবা অধিদফতরের আওতায় ব্রেইলভিত্তিক শিক্ষা ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়োগ দিতে হবে।
৫. সরকারি চাকরিতে আবেদন করার বয়সসীমা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩৭ বছরে উন্নীত করতে হবে (সাধারণ প্রার্থীদের ৩৫ হলে তাদের জন্য ৩৭)।