প্রতীকের নিয়মে পরিবর্তন, ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি
জোট গঠন করলেও নিজ নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে— নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে রোববার (২৬ অক্টোবর) দলটির পক্ষ থেকে ইসিকে একটি চিঠি দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল চিঠি জমা দেন এবং কমিশনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে ইসমাইল জবিউল্লাহ বলেন, “বাংলাদেশে অতীতের নির্বাচনে জোটভিত্তিকভাবে বিভিন্ন দল অন্য দলের প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশ নিয়েছে। এতে কখনও জটিলতা হয়নি। তাই হঠাৎ করে এই প্রক্রিয়া বদলে ফেলার যৌক্তিকতা নেই।”
তিনি আরও বলেন, “জোট গঠনের মূল উদ্দেশ্য নির্বাচনে জয়লাভ। তাই তারা নিজেদের পছন্দের প্রতীকেই অংশগ্রহণ করতে পারবে— এটা রাজনৈতিক অধিকার।”
বিএনপি অভিযোগ করেছে, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই বিধান সংশোধন না করার কথা ছিল, কিন্তু নতুন আরপিও খসড়ায় তা পরিবর্তন করা হয়েছে।
















