ব্রেকিং নিউজ :
ঢাকায় নতুন রোগী শতাধিক, সারাদেশে পরিস্থিতি উদ্বেগজনক
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৬৩ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত একদিনে ঢাকায় ২৮২ জন এবং ঢাকার বাইরে ৮৬১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রামে ১২১, খুলনায় ৬৫, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ৫৬, রংপুরে ৫০ এবং সিলেটে ৮ জন নতুন করে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬৫ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
















