সাংবাদিক সুরক্ষায় নতুন আইন আনছে সরকার
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
তথ্য উপদেষ্টা বলেন, “সাংবাদিকদের ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যারা তা দেবে না, তাদের প্রতিষ্ঠানের সরকারি এক্রিডিটেশন বাতিল করা হবে।”
তিনি জানান, অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণে আনতে এবং জবাবদিহিতা নিশ্চিতে একটি নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে।
মাহফুজ আলম আরও বলেন, নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি গুজব ও অপতথ্য মোকাবিলায় সব প্রতিষ্ঠানকে সচেতন হতে হবে।
তিনি জানান, তথ্য মন্ত্রণালয় শিগগিরই একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেবে, যা সাংবাদিকদের স্বার্থ রক্ষা করবে এবং পত্রিকা ও টিভি সম্প্রচার কার্যক্রম তদারকি করবে।
















