ব্রেকিং নিউজ :
পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। তবে এটি ভারতের সঙ্গে বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না।
এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহযোগিতা বাড়াতে চাই। এটি আমাদের সাধারণ স্বার্থের অংশ।”
তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আবারও উষ্ণ হয়ে উঠেছে, বিশেষ করে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে।
রুবিওর মতে, “এই অগ্রগতি ইতিবাচক, এবং এটি কোনো দেশকে বাদ দিয়ে নয় বরং সবাইকে সঙ্গে নিয়েই।”
















