ব্রেকিং নিউজ :
ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ হবে কাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকালই এই তালিকা প্রকাশ করা হবে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সব প্রস্তুতি সম্পন্ন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চলতি সপ্তাহেই শেষ হবে।”
এ সময় তিনি জানান, তরুণ ভোটার, প্রযুক্তি ব্যবহার, নিরাপত্তা ব্যবস্থা ও সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে পর্যবেক্ষকদের সঙ্গে।
















