আলেম সমাজের ঐক্য চাইলেন বিএনপি নেতা দুলু
নাটোরে আয়োজিত ওলামা-মাশায়েখদের মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আলেম সমাজই জাতির নৈতিকতার আলোকবর্তিকা। ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আলেমদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রোববার সকালে নাটোর উপশহর মাঠে আয়োজিত এ সভায় দুলু বলেন, “দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। ইসলামী আদর্শই পারে একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করতে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি অধ্যক্ষ মুফতি কাজী রিয়াজুল হক মমিন এবং সঞ্চালনা করেন হাফেজ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসেন, ইনামুল হক জিহাদী, রহিম নেওয়াজ, আসাদুজ্জামান আসাদ, মোস্তাফিজুর রহমান শাহিন, কাজী শাহ আলমসহ বিএনপি ও ওলামা দলের নেতারা।
















