ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জনগণসহ সব রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণের দায়িত্ব এখন পুলিশের কাঁধে। এমন একটি নির্বাচন আয়োজন করতে হবে যা দেশের ভেতর ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হবে।

সোমবার সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারের ‘হল অব প্রাইড’-এ বাংলাদেশ পুলিশের আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলার পুলিশ সুপাররা যুক্ত হন। সভায় উপদেষ্টা বলেন, “আইন প্রয়োগের ক্ষেত্রে শুধু বলপ্রয়োগ নয়, ন্যায়বোধ ও মানবিকতা প্রদর্শন করাও জরুরি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাতে পারবেন না। তারা জনগণের আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।”

উপদেষ্টা ‘ফ্যাসিস্ট’ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন, তবে নিরীহ নাগরিকদের হয়রানি না করার পরামর্শ দেন। তিনি বলেন, “অধীনস্তদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে এবং যারা আইন মানে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

এছাড়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তি, স্পেশ্যাল ব্রাঞ্চের তৎপরতা বৃদ্ধি এবং অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সাইবার অপরাধ বৃদ্ধির বিষয়ে তরুণ পুলিশ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১৫ বার পড়া হয়েছে

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জনগণসহ সব রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণের দায়িত্ব এখন পুলিশের কাঁধে। এমন একটি নির্বাচন আয়োজন করতে হবে যা দেশের ভেতর ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হবে।

সোমবার সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারের ‘হল অব প্রাইড’-এ বাংলাদেশ পুলিশের আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলার পুলিশ সুপাররা যুক্ত হন। সভায় উপদেষ্টা বলেন, “আইন প্রয়োগের ক্ষেত্রে শুধু বলপ্রয়োগ নয়, ন্যায়বোধ ও মানবিকতা প্রদর্শন করাও জরুরি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাতে পারবেন না। তারা জনগণের আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।”

উপদেষ্টা ‘ফ্যাসিস্ট’ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন, তবে নিরীহ নাগরিকদের হয়রানি না করার পরামর্শ দেন। তিনি বলেন, “অধীনস্তদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে এবং যারা আইন মানে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

এছাড়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তি, স্পেশ্যাল ব্রাঞ্চের তৎপরতা বৃদ্ধি এবং অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সাইবার অপরাধ বৃদ্ধির বিষয়ে তরুণ পুলিশ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।