ব্রেকিং নিউজ :
ভোটের আগেই দেশজুড়ে অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী
নির্বাচনের আগে দেশে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের পরিবহন সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি জানান, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার অভিযান চলছে এবং তা আরও জোরদার করা হবে।
নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার সদস্য থাকবেন।”
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ রাখতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
















