ব্রেকিং নিউজ :
তুরস্কের হাতে আসছে ২০ ইউরোফাইটার জেট
তুরস্ক তার প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে ব্রিটেনের কাছ থেকে ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৭ অক্টোবর) আঙ্কারায় সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে প্রায় ১১ বিলিয়ন ডলারের এই চুক্তি সই হয়।
ব্রিটেন জানিয়েছে, ন্যাটোভুক্ত দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবেই এই সমঝোতা হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যেই প্রথম ব্যাচের ফাইটার জেট হাতে পাবে তুরস্ক।
এর আগে গত জুলাইয়ে তুরস্ক প্রাথমিকভাবে ৪০টি ইউরোফাইটার জেট কেনার বিষয়ে ব্রিটেনের সঙ্গে সমঝোতা করেছিল।
















