ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে এগোচ্ছে। তবে এর সরাসরি প্রভাব বাংলাদেশে পড়বে না বলেই জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দেওয়া বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টির প্রভাবে সারাদেশে টানা ৫ দিন বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, “মন্থা” বাংলাদেশের উপকূলে বড় ধরনের ক্ষতি করবে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঝোড়ো বাতাসের সম্ভাবনা আপাতত নেই।
অন্যদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আপাতত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
















