চ্যাটজিপিটি মানসিক বিপর্যয়ে? ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটির কাছে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে—এমন তথ্য দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
সোমবার (২৭ অক্টোবর) এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, প্রতি সপ্তাহে প্রায় এক মিলিয়নেরও বেশি ব্যবহারকারী আত্মহনন বা নিজেকে ক্ষতির কথা উল্লেখ করে।
ওপেনএআই আরও জানায়, প্রায় ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ০.০৭ শতাংশ মানসিক বিভ্রান্তি বা গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেন তাদের কথোপকথনে।
এই সংবেদনশীল বিষয়টি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) তদন্ত শুরু করেছে, শিশু-কিশোরদের ওপর এআই চ্যাটবটের প্রভাব যাচাই করতে।
ওপেনএআই দাবি করেছে, নতুন জিপিটি-৫ মডেল-এ নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জরুরি মানসিক সহায়তা হটলাইনের লিংক, বিশ্রামের রিমাইন্ডার এবং চিকিৎসা বিশেষজ্ঞদের সহযোগিতায় উত্তর তৈরির ফিচার যুক্ত করা হয়েছে।
















