ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত বডি-অন-ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব সংবাদ :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পর্যাপ্ত সংখ্যক বডি-অন-ক্যামেরা সরবরাহের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সংশ্লিষ্ট সংস্থার এক সমন্বয় বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে ভোটাররা বিশ্বাস করেন—নির্বাচন একটি নিরাপদ ও অনুকূল পরিবেশে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি-অন-ক্যামেরা ক্রয় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে নির্বাচনের সময় কোনো সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

ড. ইউনূস বলেন, “নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে, যাতে পরিস্থিতি অবনতির কোনো সুযোগ কেউ না পায়।”

বৈঠকে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে বর্তমানে যে সংখ্যক বডি-অন-ক্যামেরা রয়েছে, তা ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো হাতে আসার পর প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও জানান, বডি-অন-ক্যামেরার মাধ্যমে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি শুধু কেন্দ্রীয়ভাবে নয়, জেলা ও থানার পর্যায় থেকেও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
৩৫ বার পড়া হয়েছে

স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত বডি-অন-ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৬:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পর্যাপ্ত সংখ্যক বডি-অন-ক্যামেরা সরবরাহের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সংশ্লিষ্ট সংস্থার এক সমন্বয় বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে ভোটাররা বিশ্বাস করেন—নির্বাচন একটি নিরাপদ ও অনুকূল পরিবেশে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি-অন-ক্যামেরা ক্রয় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে নির্বাচনের সময় কোনো সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

ড. ইউনূস বলেন, “নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে, যাতে পরিস্থিতি অবনতির কোনো সুযোগ কেউ না পায়।”

বৈঠকে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে বর্তমানে যে সংখ্যক বডি-অন-ক্যামেরা রয়েছে, তা ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো হাতে আসার পর প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও জানান, বডি-অন-ক্যামেরার মাধ্যমে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি শুধু কেন্দ্রীয়ভাবে নয়, জেলা ও থানার পর্যায় থেকেও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।