শাপলা নয়, শাপলা কলি! এনসিপির প্রশ্ন নির্বাচন কমিশনকে
নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হলেও ‘শাপলা’ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ফেসবুক পোস্টে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, “আমরা জানতে চেয়েছিলাম কোন আইনের বাধায় ‘শাপলা’ প্রতীক অনুমোদন দেওয়া হলো না, কিন্তু কমিশন কোনো ব্যাখ্যা দেয়নি।”
তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নিজের নিয়মে আইন তৈরি করতে পারে না। যদি ‘জাতীয় প্রতীক সংরক্ষণ’-এর যুক্তিতে ‘শাপলা’ বাদ দেওয়া হয়, তাহলে একই নিয়ম ‘ধানের শীষ’ বা ‘তারকা’ প্রতীকের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।
খালেদ সাইফুল্লাহ আরও বলেন, “আমাদের প্রতীক নির্ধারিত হবে দলের সদস্যদের মতামত ও আইনের সীমার মধ্যে, কোনো কর্মকর্তার ইচ্ছায় নয়।” তিনি জানান, শাপলা কলি প্রতীক নিয়ে তারা ভাবনাচিন্তা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
















