ব্রেকিং নিউজ :
নির্বাচনের আগেই গণভোটের প্রস্তাব জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি না হলে জনগণের আস্থা নষ্ট হবে।” তাহের আরও জানান, গণভোট নির্বাচনের আগেই হওয়া উচিত, কারণ একই দিনে নির্বাচন ও গণভোট হলে ভোটের গুরুত্ব কমে যাবে।
তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা না তৈরি করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম এবং হামিদুর রহমান আযাদ।
ট্যাগস :
জাতীয় নির্বাচন জামায়াতে ইসলামী গণভোট জুলাই সনদ রাজনীতি সংবাদ সম্মেলন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের

















