ব্রেকিং নিউজ :
বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার আবুল কালাম আজাদ
ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের শুরুর দিকের নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা থানায় লাইসেন্স নবায়নের জন্য গেলে তাকে গ্রেফতার করা হয়। পরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আদালতে পাঠানো হয়।
৭৫ বছর বয়সী আজাদ বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে। গণজাগরণ মঞ্চের আন্দোলনে তিনি জামায়াত-বিএনপি নেতাদের বিরুদ্ধে সরব ছিলেন।
থানার ওসি হুমায়ুন কবীর জানান, স্থানীয় জামায়াত-শিবির নেতারা অভিযোগ করার পর তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে উপজেলা জামায়াত আমির সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, “যাদের বিরুদ্ধে মিথ্যা ট্রাইব্যুনাল করা হয়েছিল, সেই আন্দোলনের দোসরকে পুলিশ আটক করেছে—এটা ন্যায়বিচারের প্রতিফলন।”

















