ব্রেকিং নিউজ :
নতুন বাজারে রণক্ষেত্র, বিএনপি-বিজেপির সংঘর্ষ
ভোলায় পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও বিজেপির (বাংলাদেশ জনতা পার্টি) কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই উভয় দলের কর্মীরা পৃথক সমাবেশ করছিলেন। পরে মিছিল শেষে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
















