ব্রেকিং নিউজ :
গাজায় ফেরত পাওয়া মরদেহে নির্যাতনের ভয়াবহ চিহ্ন
ইসরায়েল আরও ৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দিয়েছে, যেগুলোর প্রায় প্রতিটিতেই নির্যাতনের গভীর চিহ্ন পাওয়া গেছে। অনেক মরদেহ এতটাই বিকৃত যে চেনা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে শুক্রবার (৩১ অক্টোবর) এই মরদেহগুলো হস্তান্তর করা হয়। গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে মরদেহগুলো আনা হলে দেখা যায়— পচে গলে যাওয়া দেহের অংশ, রক্তমাখা ব্যাগ, এবং পরিচয়হীন মৃত ফিলিস্তিনিরা।
এর আগে ইসরায়েল ১৯৫ জন ফিলিস্তিনি বন্দির মরদেহ ফেরত দিয়েছিল, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
যুদ্ধবিরতির পরও গাজায় বিচ্ছিন্ন হামলা অব্যাহত থাকায় ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে স্থানীয়রা। অনেকের মতে, “এখনও যুদ্ধ শেষ হয়নি, আমরা জানি না কোথায় নিরাপদ।”















