ব্রেকিং নিউজ :
সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র
সুদানের দারফুর অঞ্চলের আল ফাশির শহর এখন পরিণত হয়েছে মৃত্যুর নগরে। আধাসামরিক বাহিনী আরএসএফের হামলায় শহরজুড়ে চলছে হত্যাযজ্ঞ, লুটপাট ও ধর্ষণ। সহায়তা প্রবেশের সব পথ বন্ধ থাকায় মানবিক সংকট চরমে উঠেছে।
জাতিসংঘ জানিয়েছে, শুধু গত এক সপ্তাহে ৬০ হাজারের বেশি মানুষ শহর ছেড়ে পালিয়েছে। পথে পড়ে আছে অগণিত লাশ। উত্তর করদোফানেও একই চিত্র— হাজারো মানুষ গৃহহীন, অনেকে নিরাপত্তার খোঁজে অন্যত্র পাড়ি জমাচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং দায়ীদের বিচারের দাবি তুলেছে।
















