মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করায় বরগুনায় বাদীর সাত দিনের জেল
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা করার অভিযোগে বরগুনায় এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এস. এম. শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম হামেজ সিকদারের ছেলে মো. বাদশা মিয়া (৫৮)।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরে বাদশা মিয়ার স্ত্রী আলেয়া বেগম সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে জমি নিয়ে চলমান বিরোধের অংশ হিসেবে তিনি নাসির হাওলাদারসহ নয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় তিনি দাবি করেন, চাঁদা না দেওয়ায় তার স্ত্রীকে মারধর করা হয়েছে।
তবে তদন্তে জানা যায়, আলেয়া বেগমের আঘাত সড়ক দুর্ঘটনার ফলেই হয়েছে। সাক্ষীদের জবানবন্দি ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মামলাটিকে মিথ্যা প্রমাণিত বলে রায় দেন। এ অবস্থায় অভিযুক্তদের খালাস এবং বাদী বাদশা মিয়াকে কারাদণ্ড দেওয়া হয়।
এ প্রসঙ্গে বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) জানান, আদালতের এই রায় ভবিষ্যতে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি থেকে বিরত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।



















