জমকালো আয়োজনে ছাতক পৌর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন
ছাতক প্রতিনিধিঃ জামরুল ইসলাম রেজা,
সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকার যুবসমাজের জন্য আয়োজিত ৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ-২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল সোমবার বিকেলে পাগল হাসান চত্বর সংলগ্ন মাঠে সম্পন্ন হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ মাহমুদ মনির ও মোঃ লাহিন মিয়ার যৌথ পরিচালনায়। খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রতিটি মানুষের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। এলাকার যুবসমাজকে সুস্থ রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত খেলাধুলার আয়োজনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, আব্দুর রশিদ, আছরব আলী, আনফর আলী, সৈয়দ আহমদ লেছু, দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি শাহ্ আখতারুজ্জামান এশিয়ান টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল, দৈনিক মানবকণ্ঠের ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ খালেদ মিয়া, মাহমুদুল সাবুল, মোহন আহমেদ, আব্দুস সুফান, আহমদ আলী, জাকির আহমদ, সোহেল আহমদ, সামিউল হক সানি, সাংবাদিক মোঃ ফজল উদ্দিন, আবু বকর চৌধুরী, জামরুল ইসলাম রেজা , মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ মইনুল আহমেদ এবং মোহাম্মদ নবীর হোসেন।
উল্লেখ্য, এ প্রিমিয়ার লীগের মোট ৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলা হবে। সেমিফাইনাল ১৪ ডিসেম্বর এবং ফাইনাল ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম দিনে মুখোমুখি হয়েছে বস স্কোয়ার্ড ও সেভেজ স্ট্রাইকার্স দল। বিজয়ী দল যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার পাবে।









