‘প্রেম করার ইচ্ছে হচ্ছে’, বললেন স্বস্তিকা দত্ত
ওপার বাংলার ছোটপর্দা থেকে বড়পর্দা—সব জায়গায়ই নিজের অভিনয় দক্ষতায় চমক তৈরি করছেন স্বস্তিকা দত্ত। নানান চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন তিনি। ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই চুপিসারে শেষ করেছেন নতুন ওয়েব সিরিজ ও সিনেমার কাজ। এরই মধ্যে জানা গেছে, শিগগিরই মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বিরেতে’। গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে তিনি হাজির হবেন এক রহস্যময় প্রেমের কাহিনিতে।
ভারতীয় গণমাধ্যম জানায়, অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত সিরিজটিতে স্বস্তিকাকে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। সিরিজের নামের প্রসঙ্গ টেনে তাকে জিজ্ঞেস করা হয়—রাতবিরেতে তিনি কাকে খুঁজছেন?
জবাবে স্বস্তিকা মজা করে বলেন, “ঘুম! অনেক ঘুম খুঁজেছি, এখন আর সেই খুঁজে বেড়ানোর ইচ্ছে নেই।” কাজ যত ব্যস্ততাই হোক, অনিয়মিত রুটিন তার পছন্দ নয় বলে জানান তিনি; পর্যাপ্ত ঘুম আর নিয়মিত খাবারের দিকেই তার বেশি নজর।
সিরিজে প্রেমের ছোঁয়া থাকায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নও ওঠে—শীতের এই সময়ে কি তার প্রেম করতে ইচ্ছে করছে? স্বস্তিকা হাসিমুখেই বলেন, “ইচ্ছে তো করছে, খুবই করছে। কিন্তু এখন প্রেম করলে কাজে মনোযোগ থাকবে না, তাই আর নয়।”
নতুন সিরিজেও সম্পর্কের টানাপোড়েন ও চরিত্রের গভীরতা তুলে ধরা হবে। স্বস্তিকা জানান, ভালো চরিত্রে অভিনয়ের প্রতি তার আলাদা টান রয়েছে। গৌরব ও অনিন্দ্যের সঙ্গে একসঙ্গে কাজ করাটা তার অনেক দিনের ইচ্ছা ছিল। তাই এই সিরিজে অভিনয় করতে পেরে তিনি বেশ সন্তুষ্ট। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ চরিত্রে যেমন দর্শক তাকে গ্রহণ করেছে, তেমনি নতুন সিরিজের স্বস্তিকাকেও দর্শক পছন্দ করবেন বলে আশা করেন তিনি।













