আদিয়ালা কারাগারে ইমরান খান সুস্থ আছেন: জানালেন তার বোন উজমা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খান শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন। তার এই বক্তব্যের মাধ্যমে ইমরানের স্বাস্থ্যের বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের অবসান ঘটে।
সম্প্রতি আফগানিস্তানভিত্তিক একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইমরান খান আর জীবিত নেই। পরে একাধিক ভারতীয় গণমাধ্যমও সেই খবরকে প্রচার করে। তবে শুরু থেকেই পাকিস্তান সরকার জানিয়েছিল, ইমরান খান সুস্থ আছেন এবং এ ধরনের খবর অসত্য।
পাকিস্তানি দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারই উজমা খানকে আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গত কয়েক সপ্তাহ ধরে পরিবার ও দলীয় নেতারা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারছিলেন না। এ কারণে তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
এ পরিস্থিতিতে পিটিআই ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভের ঘোষণা দেয় এবং সেখান থেকে কারাগারমুখী মিছিল করারও হুমকি দেয়, যাতে তারা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি জানাতে পারে।
সরকারি কর্মকর্তারা জানান, শুধু ইমরান খান নয়, কারাগারের অন্যান্য বন্দীর নিরাপত্তার স্বার্থেই সাক্ষাৎ সীমিত করা হয়েছিল। তারা আরও অভিযোগ করেন, অতীতে ইমরানের কিছু দর্শনার্থী সাক্ষাতের সুযোগ ব্যবহার করে রাজনৈতিক আলোচনা চালিয়ে গেছেন, যা কারাগারের নিয়মবিরোধী।



















