খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ায় মোদিকে বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়ে এবং তার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, সে জন্য মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।
সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং শুভকামনা জানান।
এ ছাড়া ভারত থেকে প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন মোদি।
পরদিন মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএনপির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রীর এই সদয় উদ্যোগ ও আন্তরিকতার জন্য দলটি অত্যন্ত কৃতজ্ঞ। পোস্টে বলা হয়, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোদির পাঠানো সদিচ্ছার বার্তা এবং সহায়তার আশ্বাসকে বিএনপি গভীরভাবে মূল্যায়ন করে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় গুরুতর অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা।















