ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গত সরকারের সময়ে নির্বাচন ব্যবস্থার ক্ষতি হয়েছে, পুনর্গঠনে কাজ করছে ইসি: সানাউল্লাহ Logo সিপিডিতে ‘প্রোগ্র্যাম অ্যাসোসিয়েট’ নিয়োগ, আবেদন গ্রহণ ১০ ডিসেম্বর পর্যন্ত Logo জয়পুরহাটে গভীর রাতে দুর্বৃত্তদের আক্রমণে এক নারীর প্রাণহানি Logo দেশে কমলো সোনার দাম; ২২ ক্যারেটে ভরি ১ হাজার ৫০ টাকা হ্রাস Logo ৪ ডিসেম্বর থেকে বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট Logo টিউলিপ সিদ্দিকীর দণ্ড নিয়ে দুদকের বিস্তারিত ব্যাখ্যা Logo খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ায় মোদিকে বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ Logo জামায়াত আমিরের বক্তব্য – খালেদা জিয়ার পরিস্থিতি এত গুরুতর আগে দেখা যায়নি Logo আদিয়ালা কারাগারে ইমরান খান সুস্থ আছেন: জানালেন তার বোন উজমা Logo তুমি যাকে ভালোবাসো’– কোন সম্পর্কের অভিজ্ঞতা থেকে জন্মেছিল অনুপমের এই গান?

গত সরকারের সময়ে নির্বাচন ব্যবস্থার ক্ষতি হয়েছে, পুনর্গঠনে কাজ করছে ইসি: সানাউল্লাহ

নিজস্ব সংবাদ :

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, পূর্ববর্তী সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যবস্থা গুরুতর ক্ষতির মুখে পড়েছিল। সেই ক্ষতি কাটিয়ে নির্বাচন ব্যবস্থাকে পুনরায় সঠিক পথে ফেরাতে কমিশন কাজ করছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদকর্মীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ জানান, নির্বাচন ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার আনতে কমিশনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার পরিচয় যাচাইয়ে কিউআর কোড স্ক্যানিং পদ্ধতি যুক্ত করা হচ্ছে। এছাড়া ভোটকেন্দ্র সংখ্যা বাড়ানো সম্ভব নয় বলেও জানান তিনি। তার মতে, একজন ভোটার গড়ে প্রায় ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন ভোট প্রদানে।

অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমিশন শতাব্দীর সেরা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে। জাতীয় নির্বাচন ও গণভোট—দুটি প্রক্রিয়াই পরস্পরকে সম্পূরক হিসেবে কাজ করবে। গণভোট নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও রাজনৈতিক দলগুলোর নীতিমালার মতোই সামগ্রিক প্যাকেজ বিবেচনায় ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
০ বার পড়া হয়েছে

গত সরকারের সময়ে নির্বাচন ব্যবস্থার ক্ষতি হয়েছে, পুনর্গঠনে কাজ করছে ইসি: সানাউল্লাহ

আপডেট সময় ১২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, পূর্ববর্তী সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যবস্থা গুরুতর ক্ষতির মুখে পড়েছিল। সেই ক্ষতি কাটিয়ে নির্বাচন ব্যবস্থাকে পুনরায় সঠিক পথে ফেরাতে কমিশন কাজ করছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদকর্মীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ জানান, নির্বাচন ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার আনতে কমিশনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার পরিচয় যাচাইয়ে কিউআর কোড স্ক্যানিং পদ্ধতি যুক্ত করা হচ্ছে। এছাড়া ভোটকেন্দ্র সংখ্যা বাড়ানো সম্ভব নয় বলেও জানান তিনি। তার মতে, একজন ভোটার গড়ে প্রায় ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন ভোট প্রদানে।

অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমিশন শতাব্দীর সেরা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে। জাতীয় নির্বাচন ও গণভোট—দুটি প্রক্রিয়াই পরস্পরকে সম্পূরক হিসেবে কাজ করবে। গণভোট নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও রাজনৈতিক দলগুলোর নীতিমালার মতোই সামগ্রিক প্যাকেজ বিবেচনায় ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে বলে তিনি মন্তব্য করেন।