ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি, তফসিল ঘোষণায় অগ্রগতি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল নির্ধারণ নিয়ে আলোচনা করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে সাক্ষাতের আবেদন জানিয়েছে। কমিশনের চেয়ারম্যান এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঠানো চিঠিতে ১০ বা ১১ ডিসেম্বরের মধ্যে সাক্ষাতের সময় চাইতে বলা হয়েছে।
ইসির একজন কমিশনার বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানান, এই সাক্ষাতের দুই-এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশনের একটি অভ্যন্তরীণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রচলিত নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে। ইসি সূত্র জানিয়েছে, ভোটগ্রহণ আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।






















