ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দেশে ফিরছেন জোবাইদা রহমান, নেমেই যাবেন হাসপাতালে Logo ‘মালিক’ ছবির শুটিংয়ে নিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়ে আহত আরিফিন শুভ Logo বিপিএলে নতুন সংযোজন: ইফতিখারকে নিল রংপুর, ওমরজাইকে দলে নিল সিলেট Logo স্টার্কের ঝড়ে ইংল্যান্ড চাপে, তবুও ব্রিসবেনে রুটের প্রথম অজি সেঞ্চুরি Logo ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো খালেদা জিয়াকে Logo পুতিনের ভারত সফর ঘিরে আইটিসি মৌর্যায় সর্বোচ্চ নিরাপত্তা, চানক্য স্যুটই তার আবাস Logo দেশজুড়ে বইতে পারে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রিতে Logo শৈলকূপায় দুই গোপন গুদামে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ সার উদ্ধার Logo তদন্ত প্রতিবেদনে নাম ওঠায় আইজিপি বাহারুল আলমকে সরাতে সরকারের কাছে লিগ্যাল নোটিশ Logo যুক্তরাজ্যে আন্তর্জাতিক আলোচনায় অংশ নিতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ

বিপিএলে নতুন সংযোজন: ইফতিখারকে নিল রংপুর, ওমরজাইকে দলে নিল সিলেট

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিপিএল নিলাম শেষ হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো থেমে নেই—একটির পর একটি বিদেশি ক্রিকেটারকে যুক্ত করে দল আরও শক্তিশালী করছে তারা। নবি, সালমান ইরশাদ ও ফাহিম আশরাফের পর এবার তালিকায় যুক্ত হল দুটি নতুন নাম।

রংপুর রাইডার্স নিশ্চিত করেছে যে তারা পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে সিলেট টাইটান্স তাদের দলে নিয়েছে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সামাজিকমাধ্যমে দুই ফ্র্যাঞ্চাইজি বিষয়টি জানায়।

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে রংপুর ইতোমধ্যে একটি প্রতিযোগিতামূলক দল তৈরি করেছে। এবার দলে যোগ হলো ইফতিখার, যিনি গত মৌসুমে রংপুরের হয়ে ১২ ম্যাচে ৩০৫ রান করেছিলেন প্রায় ৪৪ গড়ে। মিডল অর্ডারে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১২০। পাশাপাশি বোলিংয়েও ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগেও, ২০২৩ সালের বিপিএলে খেলেছিলেন এই পাকিস্তানি ব্যাটার।

নিলামের বাইরে ইফতিখারের আগেই রংপুর ফাহিম আশরাফকে দলে নেয়। এতে তাদের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ৬-এ। নিলামের আগে তারা সরাসরি চুক্তি করেছিল পাকিস্তানি ব্যাটার খাজা নাফে, স্পিনার সুফিয়ান মুকিম এবং নিলামে ইংলিশ ব্যাটার এমেলিও গে ও পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ আখলাককে দলে নেয়।

অন্যদিকে সিলেট টাইটান্স নিলামের পর প্রথমে পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে যোগ করে, এরপর স্কোয়াড শক্তিশালী করতে যুক্ত করে আফগান অলরাউন্ডার ওমরজাইকে। এর আগে ওমরজাই বিপিএলে রংপুর ও ঢাকার হয়ে খেলেছেন। তাকে নিয়ে সিলেটের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ৬। নিলামের আগেই তারা সরাসরি চুক্তি করেছিল পাকিস্তানি মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবকে। আর নিলাম থেকে নেয় লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে।

এ ছাড়া নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসও আলোচনায় এসেছে নিলামের বাইরে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
৮ বার পড়া হয়েছে

বিপিএলে নতুন সংযোজন: ইফতিখারকে নিল রংপুর, ওমরজাইকে দলে নিল সিলেট

আপডেট সময় ১০:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

বিপিএল নিলাম শেষ হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো থেমে নেই—একটির পর একটি বিদেশি ক্রিকেটারকে যুক্ত করে দল আরও শক্তিশালী করছে তারা। নবি, সালমান ইরশাদ ও ফাহিম আশরাফের পর এবার তালিকায় যুক্ত হল দুটি নতুন নাম।

রংপুর রাইডার্স নিশ্চিত করেছে যে তারা পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে সিলেট টাইটান্স তাদের দলে নিয়েছে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সামাজিকমাধ্যমে দুই ফ্র্যাঞ্চাইজি বিষয়টি জানায়।

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে রংপুর ইতোমধ্যে একটি প্রতিযোগিতামূলক দল তৈরি করেছে। এবার দলে যোগ হলো ইফতিখার, যিনি গত মৌসুমে রংপুরের হয়ে ১২ ম্যাচে ৩০৫ রান করেছিলেন প্রায় ৪৪ গড়ে। মিডল অর্ডারে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১২০। পাশাপাশি বোলিংয়েও ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগেও, ২০২৩ সালের বিপিএলে খেলেছিলেন এই পাকিস্তানি ব্যাটার।

নিলামের বাইরে ইফতিখারের আগেই রংপুর ফাহিম আশরাফকে দলে নেয়। এতে তাদের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ৬-এ। নিলামের আগে তারা সরাসরি চুক্তি করেছিল পাকিস্তানি ব্যাটার খাজা নাফে, স্পিনার সুফিয়ান মুকিম এবং নিলামে ইংলিশ ব্যাটার এমেলিও গে ও পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ আখলাককে দলে নেয়।

অন্যদিকে সিলেট টাইটান্স নিলামের পর প্রথমে পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে যোগ করে, এরপর স্কোয়াড শক্তিশালী করতে যুক্ত করে আফগান অলরাউন্ডার ওমরজাইকে। এর আগে ওমরজাই বিপিএলে রংপুর ও ঢাকার হয়ে খেলেছেন। তাকে নিয়ে সিলেটের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ৬। নিলামের আগেই তারা সরাসরি চুক্তি করেছিল পাকিস্তানি মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবকে। আর নিলাম থেকে নেয় লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে।

এ ছাড়া নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসও আলোচনায় এসেছে নিলামের বাইরে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে।