চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী কি না, তা চিকিৎসকরাই চূড়ান্তভাবে জানাবেন। তাদের অনুমতি পাওয়া গেলে আসন্ন রোববারই তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসা জরুরি হয়ে পড়েছে। এ কারণেই তাকে ইংল্যান্ডে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, কারাগারে থাকা অবস্থায় যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে খালেদা জিয়া নিজেকে উৎসর্গ করেছেন।
এ দিন আরও জানানো হয়, কারিগরি সমস্যার কারণে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকায় পৌঁছাতে পারেনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার এটি ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। এরপর চিকিৎসকদের মূল্যায়নের ভিত্তিতেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নির্ধারণ হবে।




















